অভিমানটা অনেক বড় জানিস?
কিছুই মানতে চায় না,,,
জানতে চায় না আর নতুন করে কে সাধু কে চোর !
যেটা যাচ্ছে যাক ,,
আমায় দেওয়া প্রতিশ্রুতি নিজের মত থাক,
তোর গোটা ডাইরিতে যেই পৃষ্ঠাটা আমার, সেটা আর নতুন করে উল্টে দেখতে হবে না। চোখের সামনে চলে আসলে ছিঁড়ে ফেলে পুড়িয়ে দিস ,, আগুন নিভে ফুরিয়ে যাওয়ার আগেই, মুরিয়ে নিবো নিজের লেখা অবশিষ্ট কবিতা গুলো!
নারে,
তোর হয়তো জানা নেই
যে বাজারে আমার চোখের জল বিক্রি হয়, হয়তো সেই বাজারে তোর টাকার নোট অচল ।
না আর দরকার নেই,
বুঝতেও হবে না ,,
নতুন করে আর খুঁজতেও হবে না!
যেটা চলছে চলুক
যে মুখেতে আমি খারাপ সে মুখ নিজের মত বলুক!
তাই আর চাই না..
চাইছি না আর নতুন করে
নিজের মত কিছু !
সব কিছু তোর রইল তোলা,
শুধু ডাকিস না মোর পিছু !
দরকার নেই তোর ভালোবাসার,
ভালো থাক তুই ,,,
আমি না হয় দিনের শেষে,
আঁধারটাকে ছুঁই ।