প্রেম কে কেহ স্বার্থে টানিয়া,
মেতেছে আপন ঘোরে ,,,
প্রেম তুমি আবদ্ধ নহে,
মুক্তি দিয়েছ মোরে ,,,
প্রেম তুমি শিখিয়ে দিয়েছ,
ত্যাগ মানে ঠকা নহে ,,
স্বার্থ রক্ষায় ত্যাগ হয়না ,
দিয়েছো মোরে কহে ,,,
ধরে ধরে আজ , লোভ করে কাজ,
জিতেছি ভেবেছে যারা ,,,
প্রেম তুমি তাদের বাঁধনি ,
দাও নি গো তাকে সারা,,,
প্রেম তুমি যুক্তি নহে,
মুক্তিতে তুমি ভেসে,,,
সবাই তোমাকে বোঝেনি কিন্তু,
দোষ দিয়েছে এসে ,,,
প্রেম তুমি থাকোনি আশায় ,
নিরাশ করোনি কভু,,
করিতে বলেছ কার্যখানা ,
পরকে ডাকোনি তবু..
ফলের আশা ত্যাগ করিলেও ,
নিরাশ করোনি আজ,
সর্বশেষে ও এক রয়েছ ,
বদলে গেলেও সাজ ....
প্রেম তুমি শিখিয়ে দিয়াছো ,
প্রাপ্ত তে নাহি সুখ ,,,
জয়াগা অধিক দামি যাহার ,
হৃদয়ে এঁকেছো মুখ ,,,
প্রেম তুমি কি...?
এ মন কেন তোমাতেই পরিতে চায়...
তোমায় কেন কেউ বুঝতেই চায় না ..
ওগো প্রেম দাও মোরে বলে
বুঝিবার হলে ,,,
করনীয় মোর কি?
প্রেম তোমাতে পরার চেয়ে,
বুঝিতে হবে আগে ,,,
খুঁজিতে হবে প্রেমের মানে,
জ্ঞানের বাগে বাগে,,
প্রেম মানে মুক্তি সদা ,
প্রেম সত্য আশা ...
প্রেম জ্ঞান ধ্যান কলা ,
খানিক ভালোবাসা..
বাসিয়া ভালো , হাসিয়া কেহ,
প্রেমকে করেছে হেলা ,,,
তাদের বুঝতে হবে!!
ভালোবাসা তার অংশবিশেষ,
প্রেম জগতের মেলা,,,
প্রেমিক হয়ে ধরা দিয়েছ,
কখনো প্রেমিকা বেশে ,,,
প্রেম থাকো স্বপ্নতে বয়ে,
জাগরণে যাও মিশে,,,
প্রেম তুমি আবার আসিও,
আকাশের বেশ ধরে...
বাতাসের ন্যায় ধরিয়া তোমায়,
হারাবো আপন করে.. .
ওগো প্রেম তোমারো মাঝে ,
আমারে দিও ঠাঁই ...
এ জীবন টা হারিয়ে গেলেও ,
যেন ,
তোমার দেখা পাই .....
প্রেমের অর্থ পূর্ণতা বা পূর্নাঙ্গ ,, আর মানুষ তখনই পূর্ণতা লাভ করে যখন তার মনকে অপরের মধ্যে থাকা মন বা আত্মা তথা স্বয়ং ঈশ্বরের প্রতি সমর্পণ করে।
ভালোবাসা কোন প্রেম নয় ইহা প্রেমের একটা অংশ মাত্র ।
কেউ কাউকে ভালোবাসলে তার ভালোবাসার কারণ হয়তো বা সে নিজেও জানে না । কিন্তু প্রেম কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না ।
কাঙ্খিত কাউকে নিজের করে পাওয়ার জন্য ভালবাসলে কখনো তার সাথে মোহ জরিয়ে থাকে ।
আর প্রেম সর্বদা মোহের ব্যাতিক্রম যা কখনো পাওয়া বা না পাওয়ার প্রত্যাশা করে না ।
সে শুধু শুদ্ধ বস্তুকে শুদ্ধতার সাথে উদার হয়ে ভালো চেয়ে ভালোবাসে ।
প্রেমের জম্ম হয় করুনা থেকে আর মোহের জম্ম অহংকার থেকে । মোহের সাথে জরিয়ে থাকে, নিজের সুখের জন্য আকাঙ্ক্ষা তথা ভোগের প্রত্যাশা । আর প্রেম সর্বদা ত্যাগ করতে প্রস্তুত । প্রেম সর্বদা জ্ঞান তথা সত্যের প্রতি সমর্পিত হয় ।
যখন কোনো ব্যাক্তি নিজের বিবেককে জাগ্রত রেখে অন্য কারো প্রতি সম্মান জানিয়ে , সমর্পিত হয়ে তাকে ভালোবাসে এবং অপরের ভালোবাসা প্রাপ্ত হয় তখন তা প্রেমময় হয়ে উঠে ।
তবে মোহের সাথে জরিয়ে থাকা বিষয়ের প্রতি প্রত্যাশী হয়ে নিজের মনকে জোর করে কারো প্রতি সমর্পণ করা কখনোই প্রেম নয়।
মানুষ যতক্ষণ পর্যন্ত না প্রেমের সংস্পর্শে আসে,, ততক্ষন পর্যন্ত প্রকৃত সুখ প্রাপ্ত হয় না ।
✍️আকাশ সিংহ