এই ভয়াবহ মহামারী আমাদের জীবন ও জীবিকার উপর এমনভাবে আঘাত হেনেছে যে আমরা আমাদের স্বাভাবিক জীবন কেমন ছিলো তাই অনেকে ভুলে গেছি হয়তো।
প্রতিদিন হাজারো মানুষের আক্রান্ত ও মৃত্যুর খবর আমাদের মনকে বিষিয়ে তুলছে৷
এতো ভয় ও আতংকের মাঝেও কিছু বিষয় আছে যা সত্যিই আমাদের জীবনাচরন ও মানসিক চিন্তাভাবনা বদলে দেওয়ার মতো।
নিসঃন্দেহে প্রকৃতি এখন মানুষের অযাচিত অত্যাচার থেকে রেহাই পাচ্ছে। পাশাপাশি আমাদেরও জীবনের আসছে নানারকম পরিবর্তন।
পরিবারের মতো আপন কেউ নেই। সেই পরিবারকেই আমরা আমাদের জীবিকার্জনের তাগিদে সময় দিতে না পারা ছিলো অনেকের জন্য বড় অভিযোগের ও আক্ষেপের বিষয়।
কিন্তু এই মহামারী যখন ঘরে থাকতে বাধ্যা করছে বেশীরভাগ মানুষকে, তখন পরিবারই হয়ে উঠেছে আমাদের একমাত্র আশ্রয়স্থল, একমাত্র সময় কাটানোর সম্বল।
এমন কোনো ঈদ কি কখনো কল্পনা করেছেন যে আপনি বাইরে বের হননি, বন্ধুদের সাথে আড্ডা দেননি, কোথাও ঘুরতে যাননি?
এই মহামারী আমাদের সেই অকল্পনীয় কাজটি করতে বাধ্য করেছে, যা কিনা আমাদেরকে আমাদের পরিবারের সাথে সম্পুর্ন ঈদ উপভোগ করার সুযোগ করে দিয়েছে।
এবারের ঈদটা আমাদের সকলের জন্যই ভিন্ন ছিলো, এমন একটা ঈদ যা কিনা শুধুই পরিবারের জন্য।
কতটা ভালো লাগার বিষয় ভেবে দেখেছেন?!
ঈদের পুরোটা দিন পরিবারের সবাই মিলে আনন্দ করেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি। এক অন্য রকম অনুভূতি।
বিকেলে একসাথে সবাই বাসার ছাদে গিয়েছি, গল্প করেছি, অনেক ভালো সময় কাটিয়েছি।
এই মহামারী আমাদের অনেককিছু শিখিয়ে যাচ্ছে। সাথে আমাদেরকে আমাদের পরবারের সাথে পারিবারিক বন্ধন আরো সুদৃঢ় করারও সুযোগ করে দিয়েছে।
আসুন, পরিবারকে ভালোবাসি, পরিবারকে সময় দেই।
দিনশেষে এই পরিবারই আমাদের শেষ আশ্রয়স্থল।