ভূমিকাঃ
পোস্টের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি হাইভ (Hive) এর আরেকটি বেসিক টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আমরা যখন হাইভে ব্লগিং করি তখন বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে আমাদের লেখাকে ফর্মেটিং করতে হয় অর্থাৎ সাজিয়ে নিতে হয়। যেমন কোথাও আমাদের প্রয়োজনে লেখাকে বড় করতে হবে টাইটেল বানানোর জন্য অথবা কোথাও লেখাকে হাইলাইট করার জন্য গারো বা বোল্ড করতে হবে অথবা বৈজ্ঞানিক নামের কিছু লিখতে ইটালিক করা লাগতে পারে। যারা পুরাতন ব্যবহারকারী আছে তারা এই ফরমেটিং এর বেসিক বিষয়গুলো জানেন তবে যারা নতুন ব্যবহারকারী তাদের অনেকের হয়তো বা এই ব্যাপারটাতে ধারণা নাও থাকতে পারে। যারা নতুন ব্যবহারকারী আছি তারা অন্তত বিভিন্ন পোস্টে দেখে থাকি যে লেখাকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা হয়েছে অর্থাৎ লেখাকে ব্লগাররা সাজিয়ে থাকেন। তো তারা কিভাবে এই কাজটি করে থাকেন, এটিই আজকের আলোচ্চ বিষয়। এই কাজটি মুলত গিটহাভ (Github) প্লাটফর্মের মার্কডাউন (MarkDown) স্টাইলিং দিয়ে করা হয়ে থাকে।
আমি ধারাবাহিকভাবে এই বিষয়টি নিয়ে লিখব আর আজকে দ্বিতীয় ভাগ। প্রথমে একবার দেখে নেয়া যাক প্রথম ভাগে কি কি আলোচনা করেছি…
- মার্কডাউন কি
- মার্কডাউন স্টাইলিং এর কয়েকটি উদাহরন
- কিছু ফরমেটিং স্টাইল যেমনঃ
- হেডার
- বোল্ড (দুইভাবে)
- ইটালিক (দুইভাবে)
- বোল্ড ও ইটালিক একসাথে
- কোন ওয়েভ লিংক তৈরি করা
- কোন ওয়েভ লিংক কে হাইপারলিংক করা
আজকে যা যা থাকছে…
কেন আমরা মার্কডাউন ব্যবহার করিঃ
আমাদের নেট ভিত্তিক নানান রকম কাজ করতে হয় যেমন ওয়েবসাইট, ডকুমেন্ট, নোট, বুক, ইমেইল মেসেজ, প্রেজেন্টেশন, টেকনিক্যাল ডকুমেন্টেশন ইত্যাদি। আর এসব কাজে সহজেই মার্কডাউন দিয়ে ফরমেটিং করে নেয়া যায়। মার্কডাইন পোর্টেবল তাই মার্কডাইনে ফরমেট করা কোন ফাইলকে সহজেই অন্য কোন এপ্লিকেশন দিয়ে খুলা যাবে। মার্কডাউন যেহেতু স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট তাই যে কোন অপারেটিং সিস্টেমে চলবে। এটা ভবিষ্যতের প্রমান কারন কোন এপ্লিকেশন মার্কডাউন ফরমেটেড ডকুমেন্ট কাজ না করলেও ভবিষ্যতে আপনি আপনার লেখাটি অন্য কোন টেক্সট এডিটর দিয়ে পড়তে পারবেন। Reddit, GitHub এর মত ওয়েবসাইট মার্কডাউন সাপোর্ট করে আর অনেক ডেস্কটপ ও ওয়েব ভিত্তিক এপ্লিকেশন মার্কডাউন সাপোর্ট করে।
কিছূ স্টাইলিং উদাহরনঃ
বিঃদ্রঃ উদাহরন হিসেবে বিডি কমিউনিটি দেখিয়েছি।
টপিক | কি টাইপ করতে হবে | কেমন দেখাবে |
---|---|---|
Crossed Out | ~~ বিডি কমিউনিটি~~ | |
Inline Code | < বিডি কমিউনিটি> | <বিডি কমিউনিটি> |
Mention | @ বিডি কমিউনিটি | @বিডি কমিউনিটি |
Highlight | ` বিডি কমিউনিটি` | বিডি কমিউনিটি |
(হাইলাইট টেবিলের ভিতর বুঝা না গেলে নিচে দেখুন) | ||
Unordered list | - বিডি কমিউনিটি | কেমন দেখাবে নিচে দেখুন |
Unordered list (অন্যভাবে) | * বিডি কমিউনিটি | কেমন দেখাবে নিচে দেখুন |
বিডি কমিউনিটি
(হাইলাইটেড)
- বিডি কমিউনিটি
- বিডি কমিউনিটি
(অর্থাৎ - বা * দিয়ে একটি স্পেস দিলেই লিস্ট হবে)
যদি সাব লিস্ট করতে চান তবে সামনে দুইটি স্পেস দিয়ে * বা - টাইপ করুন তাহলেই সাবলিস্ট হবে, যেমনঃ
- বাংলাদেশ
- কুমিল্লা
- চট্টগ্রাম
- ঢাকা
এরকম
টপিক | কি টাইপ করতে হবে | কেমন দেখাবে |
---|---|---|
Ordered list | 1. প্রথম | কেমন দেখাবে নিচে দেখুন |
1. দ্বিতীয় | ||
1. তৃতীয় |
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
(অর্থাৎ 1. দিয়ে একটি স্পেস দিলেই নাম্বারিং সহ সাজানো লিস্ট হবে)
টপিক | কি টাইপ করতে হবে | কেমন দেখাবে |
---|---|---|
Quote | বিডি কমিউনিটি বলেছ্, | কেমন দেখাবে নিচে দেখুন |
> আর ক্রস পোস্টিং করা যাবে না। করলে বট এর মাধ্যমে তা প্রতিহত করা হবে। |
বিডি কমিউনিটি বলেছে,
আর ক্রস পোস্টিং করা যাবে না। করলে বট এর মাধ্যমে তা প্রতিহত করা হবে।
আজ আর নয়। ধারাবাহিক আগামী পর্বে বাকী বিষয়গুলো যেমন টেবিল, ইমেজ ও আরো কিছু ফরমেটিং নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। পোস্টটি ভাল লাগলে লাইক করতে পারেন। আর এরকম পোস্ট পেতে ফলো করুন। ভাল থাকবেন সবাই। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ।
আমি কে
আমি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক এবং সদ্য বিবাহিত স্বামী। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি আমার বন্ধুদের এবং সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। আমি এখন পর্যন্ত ইউটিউব, ডিটিউব ইত্যাদিতে আমি যা কিছু শিখেছি তা প্রকাশ করতে চাই, আমি টেক্সটাইল, আর্নিং এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত vlogs ব্যাখ্যা করি। আমি প্রাকৃতিক ফটোগ্রাফি ক্যাপচার করতে ভালোবাসি। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং ব্লকচেইনের সাথে চাঁদে পৌঁছতে এখানে ব্লকচেইনে বিশাল সম্প্রদায় তৈরি করতে চাই।|
Upvote, Resteem and Follow me on hive @engrsayful
Find me on social media
Follow me on DTube
Follow me on Youtube
Follow me on ThreeSpeak
Follow me on Facebook
Follow me on Twitter