
Photo Credit :- @zayedsakib
দুটি সত্য একটি মিথ্যা!
কোনটা সত্য আর কোনটা মিথ্যা খুজে বের করা সত্যিই অনেক উপভোগ্য একটি বিষয়।
এক্ষেত্রে একজনের সম্পর্কে ভালো ধারনা থাকলে খুব সহজেই তার সত্য এবং মিথ্যাগুলো ধরে ফেলা সম্ভব!
প্রথম অংশ:
আমি খুবই বন্ধুসুলভ একজন মানুষ। সবার সাথে খুব সহজেই মিশে যেতে আমার খুব ভালোলাগে। সবার মাঝখানে থেকে চুপ করে বসে থাকতে আমার একদমি ভালো-লাগেনা।
দ্বিতীয় অংশ:
এইতো কিছুক্ষন আগে গার্লফ্রেন্ডের সাথে কথা বললাম। দীর্ঘ এক-মাস পর তার সাথে কথা। কতই না গল্প জমে গেছে অল্প এই কয়দিনে। ভালোবাসার মানুষটার সাথে অনেকদিন কথা না বলে থাকা খুবই কষ্টের 😐৷
তৃতীয় অংশ :
আমি অনেক আবেগপ্রবণ মানুষ। অতি অল্পতেই অনেক আবেগী হয়ে পড়ি। মনে হয় সব শেষ হয়ে গেছে। আর বুঝি কিছু হবেনা!
এখানে দুইটি অংশ সত্য আর অন্যটি মিথ্যা। এখন কোনটা সত্য আর কোনটা মিথ্যা? শুরু হয়ে যাক অনুমান করা 🙃