মাহমুদ সাহেব সকলের কাছে প্রশ্ন রাখলেন-
সুখ, শান্তি, সফলতার খোঁজে যারা মানুষ ছেড়ে দিছিলেন, পাইছেন সব?
আমি সাধারণত অনেক বেশী উদাসীন বোধ করি আজকাল এসব গতানুগতিক আলোচনায়। আমার কেনো যেনো মনে হয় এসব দীনহীন দারিদ্র মানুষগুলো বড় অচ্ছুৎ!
এদের আলোচনায় অংশ নিলে আমার নিচ্চিত জাত যাবে। এদেরকে দেখে আমার করুণা হয়, একটা আহা-উহু করে চুকচুক করে এগিয়ে যাই।
যাইহোক, মাহমুদ সাহেবের এ প্রশ্নটায় কিঞ্চিৎ আমোদিতও হলাম। আফটার অল, আমি সুখ, শান্তি, সফলতা সবই খুঁজে পেয়েছি কিনা।
মনে হলো উনাকে এটা জানিয়ে দিয়ে একটু উৎসাহিত করে আসি।
ওমা!
আলোচনার ঘরে কৌতুহল বশঃত উঁকি দিয়ে যারপরনাই হতাশ হলাম। দেখলাম মাহমুদ সাহেব প্রকাশ্যে বাহবা দিচ্ছেন, তারিফ করছেন "সুখ শান্তি খুঁজে পাইনি / কেউ পায়না"
জাতীয় মন্তব্যগুলোকেই!
আর যারা সহাস্যে বলছে "সুখ শান্তি খুঁজে পেয়েছি" তাদের প্রাপ্তিকে কোনো প্রকার গুরুত্ব না দিয়েই সন্তর্পণে এড়িয়ে যাচ্ছেন, যেনো সেসব অস্পৃশ্যা!
একজন বিদ্বান ব্যক্তি দেখলাম সমগ্র মানব জাতির হয়ে স্টেটমেন্ট দিলেন "কেউ পায়না। অথচ তারা এতই বোকা যে, পায়না সেই বোধদয়টাই তাদের হয়না!"
অর্থাৎ আমরা যারা দাবি করছি আমরা সুখ, শান্তি আর সমৃদ্ধি খুঁজে পেয়েছি, আমরা যে আত্মতৃপ্তিতে আছি সেটা কেবল মরিচীকা।
এবং আমরা এত বোকা যে সেই উপলব্ধিটাই নাই!
হম্ম!
এমন মরিচীকাতেও যদি থাকছি তাওতো সুখ!
বোধদয় হবার কি দরকার বাপু!
কাউকে কাউকে বলতে দেখলাম তাদের হয়তো *অতীতের কোনো এক (বা একাধিক) আপনজন তাদের ছেড়ে সুখ শান্তি খুজে পাওয়ায় বেশ চাপা আক্রোশে আছেন সেটা জাহির করছেন। এবং সেই আক্রোশ থেকে বলছেন। তারা সুখ, শান্তি খুঁজে পায়নি এ দাবীই রাখছেন। অর্থাৎ তাদের ধারণা, ছেড়ে যাওয়া মানুষটাকে সুখী, শান্তিতে আছে দেখালেও সেটা আসলে তাকে ছাড়া সম্ভব না।
হম্মম!!
যাকে বলে একদম "ইন ডিপ ডিনায়াল!"
সবচেয়ে মুখ্য যে ব্যাপারটা, যে সম্পর্ক ছেড়ে গিয়ে কেউ সুখ, শান্তি খুজে পায় সেখানে ছেড়ে মানুষটার প্রতি চাপা ক্ষোভ কেনো?
সে মানুষটা যদি কাছের মানুষই ছিল, তার সুখে একান্ত সুখী না হওয়া হলেও, ভীষণ অসুখী ঈর্ষাকাতর হওয়াটাতো বান্ছ্বনীয় নয়!
তদুপরি, বেশীরভাগের বক্তব্যের পর্যবেক্ষণে মনে হলো, মানুষ ছেড়ে সুখ, শান্তি খুঁজতে যাওয়া মানুষদের সুখী হবস্র, শান্তি লাভের কোনো অধিকার নেই!
আমি কাউকে ছেড়ে যাইনি। আমি এক সমুদ্র ভালবাসা নিয়ে কেবল তাতে সিক্ত করেছি। মানুষ এসেছে স্বেচ্ছায়, বেচেছেও স্বেচ্ছায়, পরিত্যাগও করেছে স্বেচ্ছায়।
আমাকে করেছে আরেকটু মহান
আরেকটু মানবিক
কিন্তু অভিজ্ঞতার ঝুড়ি অম্লান।
বরং ভাবছি "ওরা সুখী নয়/ এরকম কেউ সুখী হয়না" দাবী করা এধরণের মানুষগুলো হয়তো সুখ খুঁজেই পেলোনা। অথবা এ জাতীয় পরশ্রীকাতরতার দরুণই সুখ, শান্তির আস্বাদন তাদের মিললোনা!
সেসব দেখে আসলে বড় করুণা হলো।
বুদ্ধের মত হাত তুলে আশীর্বাদ করতে মন চাইলো- "জগতের সকল প্রাণী সুখী হোক!"
অথবা সুখ বেচতে চাই তাদের কাছে!