হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
আশা করি সবাই খুব ভাল আছেন।
আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি।
আমার শুক্রবার .
আজ শুক্রবার , গত শুক্রবার চলে গিয়েছে আমাদের আনন্দের ঈদ , আজ ঈদের সপ্তম দিন , তারমানে ঈদ শেষ , আবার এক বছর পর ঘুরে আসবে এমন ঈদ , সে পর্যন্ত অপেক্ষায় থাকলাম , আজ সকাল ১০ তার দিকে মামার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের বাসায় , টানা ৬ দিন আজ আমি মামার বাড়িতে ছিলাম , অনেক আনন্দ করে সময় গুলো খুব তাড়াতাড়ি পার হয়ে গেলো , দুপুর একটায় আমি আমার বাসায় আসে পৌঁছালাম , আমি এবং আমার পরিবার বাবা মা ও ছোট বোন , রাস্তায় আজ একটু জেম ছিল , তাই একটু দেরি হয়েছে বাসায় পৌঁছাতে , বাসায় আসার পর কেমন জানি একা একা অনুভব হচ্ছিলো , আমি জানি এখন কয়েকদিন একটু খারাপ লাগবে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
ফোন করে তাদের সাথে অনেক্ষন কথা বলেছি , কাটানো সময় গুলো নিয়ে কথা বলেছি , যাই হোক বাসায় আসার পর দেখি বাসার অবস্থা তেমন ভালো না , সবকিছু ধুলা বালু ভোরে আছে , দরজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে যাওয়ার পরেও কোই থেকে যে এই ধুলাবালু গুলা আসে জানি না , অনেক্ষন সময় লাগিয়ে এই ধুলাবালু গুলা পরিষ্কার করলাম , তারপর গোসল করলাম ও নিজের মতো করে তৈরী হলাম , বাবা বাজারে গেলো কিছু সবজি আনতে , মা রান্না করবে , তাই প্রস্তুতি নিয়েছে , আমিও মাকে বলেছি কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকতে , ছোট বোন ও গোসল করে ওর মতো খেলা নিয়ে বেস্ত , বাবা বাজার থেকে আসে গোসলকরে নামাজে চলে গেলো , আম্মু ও আমি রান্না করে করে নামাজ পড়লাম।
আমার বান্ধবীদের সাথে কথা বললাম ফোন দিয়ে , তারা বললো কাল বাইরে যাবে কিছু কিনা কাটা করতে , আমাকে বলেছে যাওয়ার জন্য , আমিও চিন্তা করছি বান্ধবীদের সাথে বাইরে গিয়ে একটু ঘুরে আসলে মন টা একটু ভালো লাগবে , আমি বলেছি ঠিক আছে আমার বাসার নিচে এসে আমাকে কল দিছ আমি চলে আসবো।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষন শুয়ে ছিলাম ও অনলাইন ছিলাম , কি ভাবে যেন ঘুমিয়ে গেছি জানি না , আসরের আজানের পর উঠলাম ফ্রেস হলাম , তারপর ছাদে গিয়ে অনেক হাটাহাটি করলাম , এখনকার গরমের কথা আর কি বলবো , এত রোধ ,এত গরম , যা সহ্য করার মতো না , বাসার ভিতরে ফ্যানের নিচে বসে থাকতেও কষ্ট হয় কারণ ফ্যানের বাতাস টাও অনেক গরম , আর বাহিরের অবস্থা কি যে খারাপ এটা তো বলার মতো না , বাহিরে থাকা মানুষ গুলো অনেক কষ্ট করছে , আমি তো একটা মিনিট দাঁড়িয়ে থাকতে পারবো না , মনে হয় আমি মাথা ঘুরিয়ে এখনই পরে যাবো। আল্লাহ তুমি ঠান্ডা করে দাও সবাইকে।
কিছুক্ষনের মধ্যে সন্ধ্যা নেমে আসছে , সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পরে পোস্ট লিখতে বসে গেলাম , চিন্তা করলাম আজ শুক্রবার, আজ আমি মামার বাড়ি থেকে এসেছি ও নিজেকে আমায় আমার বাসায় উপস্থাপন করেছি , সারাদিন সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেই পারি , এই কথা গুলো ভেবেই আজ আমার এই পোস্ট লেখা , আমি জানিনা আমার এই পোস্ট কতজন পড়বে , তবে আশাকরি যারা আমার পোস্ট যারা পড়বে তাদের কাছে ভালো লাগবে।
আমি সবসময় সুন্দর ভাবে আমার কথা গুলো আপনাদের সাথে উপস্থাপন করছি , ও সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করি , তবে আমি জানি না কতটুক পারছি , সেটা আপনারা আমাকে মন্তব্য করে জানাবেন , আজকে আমি এখানেই শেষ করছি , কাল অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হবো , সবাইকে অনেক ধন্যবাদ।