ঈদ মানেই আনন্দ তবে ঈদে ঈদে সব সময় যে আনন্দ মূহুর্ত তা কিন্তু নয়,সকালের নামজের পর প্রিয় পশু কোরবানি করার মাধ্যমে ন্যায় এবং ইনসাফ এর পর্ব শুরু হয়। মাংস কে সঠিক ভবে ভাগ করে দুই ভাগ দান করে দেওয়ার মাধ্যমে নিজের কোরবানি সম্পূর্ণ করি আমরা।