অতিরিক্ত গরমে গাছের আমগুলো খুব বেশি বড় হওয়ার আগেই রং ধরে গেছে। তাই দুপুরে আমগুলো সব একসাথে পেরেছি। যদিও এই গরমে গাছের আমগুলো খেতে খুবই সুস্বাদু লাগে। হালকা মিষ্টি ও হালকা টক খেতে অনেক মজা লাগে গরমে। প্রতি থোকায় প্রায় ৬-৭ টি আম ধরেছে। দেখতে প্রায় লিচুর মতো, যদিও আমগুলো সাইজে লিচুর থেকে অনেকটাই বড়। কিন্তু এতোদিন গাছে দেখতে দেখতে অনেকটাই মায়া হয়ে গিয়েছিল, তাই প্রচুর খারাপও লাগছে🥺🥺🥺
খাওয়ার আনন্দের থেকে চোখের সামনে না দেখতে পাওয়ার কষ্টটাই বেশি🥭🥭🥭🥭🥭
