১) সত্যিকারের প্রেমে পড়লে পাকস্থলীর উপর সুড়সুড়ি লাগে যেটা এড্রেনালিন হরমোন প্রবাহের ফল। এটাকে butterfly in the stomach বলে। এটা অনেক সময় টেনশনমূলক পরিস্থিতি যেমন- পরীক্ষা শুরুর আগেও লাগতে পারে।
২) Hypopituitarism রোগের লোকেরা কখনো কারো জন্য রোমান্টিক ভালবাসা অনুভব করতে পারেনা।
৩) ছেলেরা সত্যিকারের প্রেমে ব্যর্থ হলে মস্তিষ্কে একটি জটিল প্রক্রিয়ার ফলে সারা শরীরে ব্যথা অনুভব করে। এটা কিন্তু মেয়েদের ২০ বছর বয়সের আগে পর্যন্ত হয় খালি আর ছেলেদের বার্ধক্যের আগে পর্যন্ত।
৪) কাঁটাওয়ালা লাল গোলাপ “সত্যিকারের ভালবাসা” বুঝালেও কাঁটাছাড়া লাল গোলাপ “প্রথম দেখায় প্রেম” বুঝায়। হালকা গোলাপী গোলাপ “কামনা” বুঝায়।
৫) যারা বেশি ঘুমের ওষুধ খায় তারা কম ভালোবাসে।
৬) ভালোবাসার মানুষকে চোখে দেখলে আমাদের মস্তিষ্কের সামাজিক বিচার বিবেচনার অংশটি খুব কম কাজ করে।
৭) গবেষনায় দেখা যায়, কোন সংকটপূর্ণ পরিস্থিতিতে দেখা হওয়া ছেলে মেয়ের পরষ্পরের সাথে পরষ্পরের প্রেম হবার সম্ভাবনা স্বাভাবিক অবস্থায় দেখা হওয়া ছেলে মেয়ের চেয়ে বেশি।
৮) কোন মেয়েকে অনেক গ্রুপবদ্ধ মেয়েদের ভেতরে দেখলে যত সুন্দর লাগে একা দেখলে ততখানি লাগেনা- এই জিনিসকে cheerleader effect বলে।
৯) গবেষকরা বলেন অটোমেটিক রোমান্টিকতার বয়স ১৮ মাস।নতুন প্রেমে পড়ার ১৮ মাস পরে আমাদের মস্তিষ্ক আর রোমান্টিকতায় সাড়া দেয়না। তবে এর পর রোমান্টিকতা বজায় রাখতে চাইলে নতুন প্রতিনিয়ত সারপ্রাইজিং আর সেটিসফাইয়িং কিছু করতে হবে উভয়কেই।
১০) ভালবাসার প্রতীক “লাভ” চিহ্নটি আসলে দুইটা হৃদপিণ্ড পাশাপাশি লাগালে হয়। তবে এর বহুরকম ব্যাখ্যা আছে উৎপত্তির।
১১) সারা পৃথিবীতে মানুষ বিয়ের আগে গড়ে ৭ বার প্রেমে পড়ে মেবি।
১২) লুকালুকি করে গুপ্তপ্রেমে রোমান্টিকতা বেশি অনুভব হয় Phenylethylamin(PEA) এর কারণে।
১৩) প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেলে তার প্রতি আরো বেশি ভালবাসা অনুভব করা বা তাকে ভুলতে না পারা বা তাকে নিয়ে ক্রিয়েটিভ কিছু করাকে Frustration Attraction বলে। এটা হতাশা থেকে বাঁচার জন্য আমাদের মস্তিষ্কের কৌশল।
১৪) মেয়েরা অইসময় কোন ছেলেকে বেশি পছন্দ করে যখন সে ভাবে যে অই ছেলে অন্যান্য অনেক মেয়ের আকর্ষণের কেন্দ্র হতে যাচ্ছে।
১৫) মা বাবার বয়স ৩০ এর আগে থাকা অবস্থায় যেসব সন্তান হয় তাদের চেয়ে ৩০ এর বেশি মা বাবার সন্তানেরা সিনিয়রদের প্রেমে বেশি পড়ে।
১৬) বর্তমানে পৃথিবীর প্রতি ৫ যুগলের ১ যুগল ইন্টারনেটের মাধ্যমে প্রথম পরিচিত হয়েছে।
১৭) জাপানী মনোবিজ্ঞানীরা বলেন যে, মানুষ(জীব হিসেবে) কখনো বিপরীত লিঙ্গের সাথে শুধুমাত্র বন্ধু হিসেবে সম্পর্ক রাখতে অপারগ।
১৮) “কাউকে ভালবাসব কিনা” এই সিদ্ধান্ত নিতে আমাদের ব্রেন ৯০ সেকেন্ড থেকে ৪ মিনিট পর্যন্ত সময় নেয়।
১৯) জৈবরাসায়নিক বিশ্লেষণে রোমান্টিক ভালবাসা Obsessive Compulsive Disorder(OCD) এর অন্তর্ভুক্ত যাকে আমরা শুচিবাই বলি।
২০) ১৮ শতকের আগে পৃথিবীতে কোন লাভ ম্যারেজ হত না পরিসংখ্যান মতে এবং তখন LOL এর অর্থ ছিল lots of love.