উপকারীর উপকার স্বীকার করে যে সেই কৃতজ্ঞ। আর উপকারীর উপকার স্বীকার করে না যে সে অকৃতজ্ঞ। আমি একজন কৃতজ্ঞ মানুষ। @fa-him ভাই, @toushik ভাইদের মতো আমি একজন মেয়ের প্রতি কৃতজ্ঞ। তার কথা মনে পড়লেই ,আমার মাথায় এই গানটি এসে পড়ে।
"আমার সবটুকু বিশ্বাস
যে দিয়েছে ভেঙ্গে
তাকে কৃতজ্ঞতা জানাই
সে দিয়েছে আমার
অন্ধ চোখে আলো
যার বিশালতার মাঝে
আমি একটুকু পাই নি ঠাঁই
তাকে কৃতজ্ঞতা জানাই"
এটি তাসনিফ জামান এর উৎসর্গ গান এর লিরিক্স।
মূলত ঘটনাগুলোর তিন বছর হতে চলল। যার ফলে ওকে বর্তমানে কৃতজ্ঞতা জানাই। প্রথম বছর একটু কষ্ট লেগেছিলো ,কিন্তু আজ আর কষ্ট নেই ,কারণ আমি সঠিক পথে আসতে পেরেছি। তখন ছোট ছিলাম, বুঝতাম না ,একটু ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিলাম। তাকেই জীবনের লক্ষ্য মনে করেছিলাম। তাকেই আমার সবকিছু মনে করেছিলাম। তবে একটি ঘটনার পর আমার ভুলটি ভাঙ্গে এবং আমাদের ভালোবাসার সমাপ্তি ঘটে।
তবে এর ফলে আমার অনেক উপকার হয়েছে এবং যার ফলে আমি ওর উপর কৃতজ্ঞ। সত্যি বলতে আমি আগে নামাজ পড়তাম,কিন্তু হারাম রিলেশনে লিপ্ত ছিলাম। রিলেশন টাকেই আমি হারাম মনে করি। তবে ভুল ভাঙ্গার পর আমি বুঝতে পারি কেনইবা গুনার কাজ করব। আর ইসলামিক অনেক জ্ঞান অর্জন করছি ,তার সাথে বিচ্ছেদের পর থেকে। যার ফলে আমি খারাপ এবং ভালো টা বুঝতে পারছি।হয়তোবা আর তিন থেকে চার বছর আমাকে কষ্ট করতে হবে, এরপর তো আমাকে বিবাহ করতে হবে। না হয় বিয়ের পরেই নিজের ভবিষ্যৎকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসবো
তাকে কৃতজ্ঞতা জানানোর প্রধান কারণ হলো, তার ফলে আমি ইসলামে একটু বেশি সময় দিতে পেরেছি। এবং প্রতিনিয়ত চেষ্টা করছি একজন পরিপূর্ণ মুসলিম হয়ে চলার। হয়তো বা পুরোপুরি পারব না তবে একটু হলেও কম গুনাহ করবো।