
source
বাংলাদেশ ক্রিকেট বোর্ডএই বিষয় নিয়ে এটি মত প্রকাশ করেছেন তাদের ওয়েবসাইটে এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেছেন আসন্ন ২০২৩ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইন্ডিয়ায় ।
যেহেতু এটি এশিয়ার মাটিতেই এবং বাংলাদেশের বর্তমান ওডিআই পারফরম্যান্স খুবই ভালো যাচ্ছে ,বাংলাদেশের ক্রিকেটের নতুন কোচ রাসেল ডমিঙ্গো আসার পর থেকে হুট করেই বাংলাদেশ ন্যাশনাল টিম নতুন রূপে নিজেদেরকে মেলে ধরেছে যার ফলশ্রুতিতে বর্তমানে স্বাগতিক ওয়েস্টইন্ডিজকে সিরিজ হারিয়েছে ।

source
কোচ দায়িত্ব নেয়ার পর থেকে এই পর্যন্ত ২৩ টি ওডিআই ম্যাচ খেলেছেন বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল টিম তার মধ্যে ১৭ টি জয় এবং মাত্র ৬ টি হার এটি চোখে লাগার মত একটি ব্যাপার ।বিসিবির ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত কোচ ।ক্রিকেটের অন্যতম দুটি প্লেয়ার ওয়েস্টইন্ডিজ সফরে ওডিআই খেলছে না তার নাম মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান ।
এই বড় দুই কান্ডারী ছাড়াও বাংলাদেশ খুব সহজে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআই জিতেছেন এবং এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছেন এগুলো খুব ইতিবাচকভাবে দেখছেন বিজিবি কর্মকর্তা রা ।ধারাবাহিকভাবে বাংলাদেশ ক্রিকেট টিম ওডিআইতে খুব ভালো সাফল্য দেখাচ্ছেন এজন্য আরো বড় ধরনের কিছু পরিকল্পনা করছেন যেন বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি খুব শক্তিশালী টিম হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে ।
বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন তারা বর্তমান ক্রিকেটারদের মধ্যে যাদের পারফর্ম খুবই ভালো তাদের নিয়ে একটু ব্যতিক্রমি চিন্তা করতে চাচ্ছেন যেমন এনামুল-হক-বিজয় , সাব্বির রহমান , সম্য সরকার ,কেছাড়া আরো অনেকেই আছেন ।যাদেরকে কয়েকদিন পরে একটি বাংলাদেশ নেশনাল এ ক্রিকেট টিমের সফর আছে সেখানে তাদেরকে খেলাবেন এবং তাদের ভুলত্রুটি শুধরে নেয়ার জন্য কাজ করবেন ।
এছাড়া চিন্তার ভাঁজ আছে বিসিবির কপালে কারণ বেশ কয়েকজন ভালো ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন এই ইনজুরি একটি প্লেয়ার কে শেষ করে দিতে পারে যার কারণে ইনজুরি নিয়ে একটু চিন্তিত বিসিবি এর মধ্যে একজন আছে সাইফুদ্দিন তার ইনজুরি নিয়ে বেশ চিন্তিত কারণ বর্তমান যে কয়জন ক্রিকেটার বাংলাদেশের উদয়ন হিসেবে প্রতিফলিত হয়েছে তার মধ্যে সাইফুদ্দিন একজন ।
আমরা ক্রিকেটপ্রেমীরা এবং দেশবাসী আশা করবে যেন 2023 বিশ্বকাপ আসার আগেই যেন বাংলাদেশ খুব শক্তিশালী টিম হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারে এবং বিসিবির যেন সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারে এবং দেশকে যেন খুব ভালো কিছু উপহার দিতে পারে ।