
source
সকল বন্ধুবান্ধব আপনারা কেমন আছেন আশা করি ভাল আছেন ।অবশেষে বাংলাদেশ নেশনাল ক্রিকেট টিম জয় এর দেখা পেল । কিন্তু এই যে তেমন কোনো শাস্তি দিতে পারবে না দেশের ক্রিকেট প্রেমিকদের কে ,
পর পর দুটি ম্যাচ বাংলাদেশ ক্রিকেট টিম হেরে একদম বিধ্বস্ত হয়ে পড়েছিল কিভাবে নিজেদের সামলাবে কিংবা এমন একটি দেশের সাথে তারা হেরেছে যা বলতে গেলে কষ্ট হয় কারণ তারা বাংলাদেশ ক্রিকেট থেকে অনেক পিছিয়ে আছে যোগ্যতার দিক দিয়ে ।
খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক তখনই মনে হয় যখন আপনি অনেক ব্যবধান খুঁজে পাবেন যেকোনো কিছুর মাঝখানে তেমনই কিছু হয়েছে বাংলাদেশ নেশনাল ক্রিকেট টিমের প্লেয়ারদের সাথে ,
বাংলাদেশ বর্তমান ক্রিকেটের সাথে তাল মিলিয়ে অনেকদূর এগিয়ে এসেছে এখন আমরা আশা করতেই পারি বিশ্বের প্রথম সারিতে যেসব দেশ আছে ক্রিকেটে যারা শ্রেষ্ঠ দাবি করে তাদের সাথে খেলে জেতার মত সক্ষমতা ও আছে ।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট এই সফরে একদম উল্টো চিত্র দেখিয়েছে ক্রিকেট রেংকিং এ দেখতে গেলে জিম্বাবুয়ে নিচের দিক দিয়ে আছে এবং বাংলাদেশে তাদের থেকে অনেক এগিয়ে বর্তমান বাংলাদেশ ক্রিকেটে এমন কিছু প্লেয়ার আছে যারা বেস্ট রেংকিংয়ে থাকে কিন্তু বাংলাদেশের এই সফরটি যেন একদম পুরোদমে অচেনা মনে হয়েছে আমার কাছে ।

source
এত বাজে পারফর্ম করেছে যা সহজে মেনে নেয়া যায় না এই সময়ে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার দের কাছ থেকে তারা জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টিতে খুব বাজেভাবে হেরেছে যেখানে ওয়ানডেতে বাংলাদেশের পারফর্ম সম্পূর্ণ ভিন্ন সেখানে তারা দুটি ম্যাচ খুব বাজে ভাবে খেলে জিম্বাবুয়ের সাথে হারের স্বাদ গ্রহণ করেছে ।
এবং সিরিজ টি ও হেরে গিয়েছে ,বাংলাদেশ ন্যাশনাল টিম এর প্লেয়াররা যেন একদম পাড়া-মহল্লার খেলা খেলছে এরকম একটি ভাবে নিজেদেরকে উপস্থাপন করেছে দেখে মনে হয়নি এরা কোন দেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছে সেখানে যাইহোক অভিমানে কথা বললে অনেক কথাই আসবে শেষ পর্যন্ত দেখা মিলল বাংলাদেশ ক্রিকেট দল এর ।
আজকে এই ম্যাচটি যদি হেরে যেত তাহলে বাংলাদেশের জন্য খুব লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াতে কারণ জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হওয়া এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যদিও জিম্বাবুয়ে টিম তাদেরকে ব্যাপক পরিবর্তন করেছে এবং নিজেরা আত্মবিশ্বাসের সাথে খেলেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ।
এজন্য জিম্বাবুয়ে ক্রিকেট টিমকে অভিনন্দন , কিন্তু বাংলাদেশের এই ধরনের পারফর্ম আশা করা যায় না এর পরপরই সামনে আসছে বাংলাদেশে ক্রিকেট টিমের জন্য এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ আশা করব একজন ক্রিকেটপ্রেমী হিসেবে বাংলাদেশ পূর্ণরূপ ফেরত যেতে পারে ।
এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে অন্যভাবে পরিচয় করিয়ে দেয় আমাদের অন্যরকম সম্মান এনে দিয়েছে এবং সম্মানজনক অবস্থানে দাঁড় করিয়েছে । তাই বাংলাদেশ ক্রিকেট টিমের প্রত্যেকটি প্লেয়ার এবং বিসিবির সব সদস্যরাই এটা সব সময় মাথা রেখে সামনের পথ হাটে ।
দেশের নতুন নতুন প্লেয়ার তৈরি করা কাজ হচ্ছে বিসিবির এবং তাদের অবস্থান শক্ত তৈরি করে দেয়ার কাজে বিসিবির সে ক্ষেত্রে কতটা দায়িত্ব পালন করছে তা বর্তমান ক্রিকেট দেখলেই বোঝা যায় নতুন প্লেয়ার তেমন কিছু দিতে পারছে না দেশকে এর জন্য দায়ী কারা , যারা আছেন তারা দেশকে অনেক সময় অনেক কিছু দিয়েছেন কোন কোন সময় হতাশ করেছেন কোন কোন সময় অনেক তৃপ্তি ও দিয়েছেন ।
কোন কোন সময় বিশ্ব রেংকিং এ দেশের বেশ কয়েকটি প্লেয়ার অবস্থান করেছেন । কিন্তু বর্তমান ক্রিকেটে যারা খেলছে তাদের এ ধরনের পারফরম্যান্স রেংকিং তো দূরের কথা পাড়া-মহল্লার ক্রিকেট যোগ্য মনে হয় না । আশা করব সব ধরনের হতাশা কাটিয়ে নতুন রূপে দামাল ছেলেরা ফিরে আসবে এবং দেশকে এনে দিবে সম্মান।