আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ,
বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন । দৈনন্দিন জীবন যাচ্ছে কোন কোন ভাবে কেটে এরই মাঝখানে অনেক ধরনের সুখ-দুঃখ আশা-ভরসা নিরাশা কত কিছুই না থাকে এই জীবন যুদ্ধে এগুলা একটি মানুষের নিত্যদিনের সঙ্গী ।
আজ একটি ব্যাপার আমার চোখের সামনে এসেছে যেটা আমাকে অবাক করেছে আবার ভাবতে বাধ্য করেছে আমরা কোন দিকে যাচ্ছি যার কারণে আমি আজকে সিদ্ধান্ত নিলাম আমার এই ব্যাপারটা আমার বন্ধু বান্ধবের মাঝখানে আমি শেয়ার করব ।
সেটা হচ্ছে আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ ।আমরা বাঙালি জাতি আমরা মাছে ভাতে বাঙালি কথাটা একদম চিরন্তন সত্য সভ্যতা বিকাশের সাথে সাথে সবকিছুই বিকাশ হয়েছে এর মাঝখানে আমাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়েছে ।
আয় যতটুকু বেড়েছে তার থেকে ব্যয় বেড়ে গিয়েছে অনেক বেশি । বাঙালি পরিবারে মাছ খায় না খুব
কম পরিবার আছে , আমি হয়তোবা আজ পর্যন্ত দেখিনি এরকম কোন পরিবারকে যারা মাছ খায় না ।কমবেশি সব পরিবারেই মাছ খায় আমার পরিবারও ভিন্নতার কিছু নয় কিন্তু আজ আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলব সেটি হচ্ছে ইলিশ মাছকে নিয়ে বর্তমান সময় ইলিশের পর্যাপ্ত পরিমাণ হয়ে গিয়েছে বাংলাদেশ এ ।
এবং বিদেশে রপ্তানি করে পর্যাপ্ত পরিমাণ টাকা আয় করছেন এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করা পেছনে অনেক বড় অবদান আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রপ্তানি তখনই করে যখন দেশে পর্যাপ্ত পরিমাণ থাকে প্রত্যেকটি মানুষ সেটার স্বাদ গ্রহণ করতে পারে কিংবা তার সাধ্যের মধ্যে থাকে কিন্তু আমাদের দেশে ইলিশ মাছ যেটাকে আমরা জাতীয় মাছ বলি সেটা কি আমাদের ক্রয়সীমার মধ্যে আছে ?
বাজারে গিয়ে দেখা যায় পর্যাপ্ত লিখেছে কিন্তু দামোদর করতে গেলে চোখ কপালে উঠে যায় ১কেজি সাইজের একটি ইলিশ মাছ কিনতে গেলে আপনাকে বাজেট করতে হবে অন্ততঃ চৌদ্দশ টাকা তার মানে কি বুঝায় ? আমাদের দেশের শতকরা ৬০ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে আছেন ,৩০ ভাগ মধ্যবিত্ত আর দশভাগ উচ্চবিত্ত ।
যে দেশে জাতীয় মাছ ইলিশ হতে পারে তার মানে সে দেশে প্রদত্ত পরিমাণ ইলিশ আছে যার কারণে সেটাকে জাতীয় মাছ বলা হয় আজকে বলতে কষ্ট লাগছে ইলিশ সবার হাতের নাগালে নয় সেটা আজকে আমার চোখের সামনে ঘটেছে যার কারণে আমি আপনাকে এটা বলতে বাধ্য হয়েছি একজন রিকশাচালক তার দৈনিক ইনকাম হয়তোবা ছয় থেকে 700 টাকা সে যদি চায় একটি ইলিশ মাছ খাবে তার পক্ষে সম্ভব ?
কিংবা ইনকাম ১০০০ টাকার উপরে ইলিশ মাছ কিনতে পারবে যে দেশের বেশিরভাগ মানুষ জীবন যুদ্ধে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শুধু একটু ভালো থাকার জন্য সেদেশে যদি জাতীয় মাছ ১০০০টাকার উপরে কেজি হয় কতটুকু মানুষ খেয়েদেয়ে তৃপ্তিতে আছে সেটা বলা খুব কষ্টকর ব্যাপার ।
এটা শুধু মাছ ব্যবসায়ীদের দোষ দিয়ে লাভ নেই কারণ প্রত্যেক দিনই নিউজ এ আসছে প্রচুর ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে কিন্তু মাছ বাজারে গেলে দেখা যায় উল্টো চিত্র ,দেশের উচ্চ মহলে যারা আছেন যারা দেশ পরিচালনায় নিজেকে নিয়োজিত করেছেন তারা যদি একটু সতর্ক হতেন তাহলে হয়তোবা দেশের এই ধরনের চিত্র আসতো না তারা চাইলে অনেক কিছু করতে পারতেন হয়তবা তারা চাইলে প্রত্যেকটি ঘরেই মন চাইলে তারা তাদের জাতীয় মাছ দিয়ে ভাত খেতে পারতেন ।
একটি দেশ তখনই উন্নতি হয় যখন প্রত্যেকটি পরিবার থেকে ব্যয় এর থেকে আয় বেশি হয় তখন একটি দেশ দিনকেদিন উন্নতির দিকে যায় আফসোসের ব্যাপার হলেও সত্য আমাদের দেশে এ ধরনের কোন ঘটনাই ঘটছে না বরং সবকিছু হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে যেমনটা হয়েছে আজকে মাছ বাজারে গিয়ে ।
এক্ষেত্রে আমরা চাইলেই পরিবর্তন করতে পারবোনা পরিবর্তন করতে পারবেন যারা তারা নীরব ভূমিকা পালন করছেন আশা করব এই ধরনের সমস্যা সমাধান করা হোক প্রত্যেক পরিবার যেন মাছ ভাত খেয়ে বেঁচে থাকতে পারে কারো ভিতরে যেন এই ধরনে আক্ষেপ তৈরি না হয় যে আমি এটা করতে পারছিনা ইচ্ছা থাকা সত্ত্বেও ।