
source
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ , হাইভ পরিবারের সকল বন্ধুবান্ধব কেমন আছেন? আশা করি ভাল আছেন । বন্ধুরা আফসোসের সাথে বলতে হচ্ছে দুর্দশা যেন বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং নিত্য দিনের সঙ্গী হয়ে গিয়েছে ,একের পর এক অঘটন ঘটে চলেছে সত্যিকার অর্থে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বলা খুব দুষ্কর ।
আমাদের অনেক সম্পদের ভিতরে ক্রিকেট খেলা কিংবা ক্রিকেট গেম দাও আমাদের একটি দেশের সম্পদ , কিন্তু এর যথাযথ ব্যবহার হচ্ছে আমার মতে না কারণ যেসব জিনিসগুলোর সামনে আসছে এগুলো দেখে মনে হয় না যে ক্রিকেট বোর্ড কিংবা দেশের ক্রিকেটের সংশ্লিষ্ট যারা আছেন তারা এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছেন না এমন একটি ভাব হলেও ভালো না হলেও ভালো ।
এতদিন কোনো কিছু সামনে আসেনি কিন্তু 2022 সালে অনেক কিছু চোখের সামনে চলে এসেছে যে গুলা আসলেই বিসিবি কোন ভাবে দাঁড়াতে পারছে না এজন্য মাঝে মাঝে আবোল তাবোল বলে যাচ্ছেন বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা , এই ধরনের মন্তব্য বলতে গেলে অনেক কিছু বলতে হয় খুব সংক্ষেপে আমি আপনাদের এতোটুকু বললাম । বন্ধুরা আপনারা এগুলো জানেন ।
সম্প্রতি অনেক বাজে কিছু সম্মুখীন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটাররা যারা দেশের প্রতিনিধিত্ব করেন একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে দেশের ক্রিকেটের সাথে এখন নতুন করে জন্ম দিয়েছে রাসেল ডমিঙ্গো একটি মন্তব্য জানিয়ে বিরূপ মন্তব্য দেখা গিয়েছে বিসিবি কর্মকর্তাদের মাঝে ।
রাসেল ডমিঙ্গো বাংলাদেশের বর্তমানে প্রধান কোচ তাকে কয়েকদিন আগে টি-টোয়েন্টি থেকে অব্যাহতি দেয়া হয়েছে কিন্তু প্রধান কোচ হিসেবে তিনি এখনো পর্যন্ত আছেন তার কাছে দেশ জাতি এবং ক্রিকেটার অনেক কিছু আশা করে তার কাছে এ ধরনের বিরূপ মন্তব্য কতটুকু প্রভাব পড়বে বা কতটুকু সত্য বলেছে এটা আসলে জানা কঠিন কিন্তু মন্তব্যটা জিনিস যেটা করলে সেটা ফেরত নেয়া যায়না ।
তিনি একটি প্রতিবেদনে নিজে বলেছেন বাংলাদেশের ক্রিকেটারদের নাকি চিন্তা স্বাধীনতা দেয়া হয় না সময় রাখা হয় ধমকের উপর মানসিক শান্তি পায় না বাংলাদেশ ক্রিকেটের প্লেয়াররা ।আরে বিস্ফোরক মন্তব্য একদম তালমাটাল করে ফেলেছে ক্রিকেট অঙ্গনে ,সম্প্রতি তাকে নিয়েও বাংলাদেশের বর্তমান ক্রিকেটের এবং সাবেক ক্রিকেটার অনেক ধরনের মন্তব্য করেছেন ।
বর্তমানে এমন একটি পরিস্থিতি দেখে মনে হচ্ছে সমস্ত পরিস্থিতির জন্য রাসেল ডমিঙ্গো দায়ী কোন রকম তার কাছ থেকে রক্ষা পেল ছেড়ে বাঁচে বাংলাদেশ ক্রিকেট এই ভাবনাটা আসছে বর্তমান কমবেশি ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে কিন্তু এটা কি আদৌ সত্য প্লেয়ারদের কি এখানে কোন অবদান নেই প্লেয়ারদের কিছু করার থাকেনা কোচ কতটুকু করতে পারে , একটি কোচ সর্বোচ্চভুল পথে হাঁটলে পর তা সঠিক কোনটা এটা দেখাতে পারে ।
কিন্তু আপনাকে তো হাঁটতে জানতে হবে তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনার ভিতরে তো প্রতিবাদ আঁকতে হবে আপনি কোথাও ভুল করলে সেটা আপনি হয়তো বা শুধরে নিতে পারবেন কচি মাধ্যমে পৃথিবীর যত দামি হোক না কেন তার কাজই হচ্ছে এতোটুকুই আপনার সমাজে আপনার ভিতরে যে প্রতিভা আছে সেটা বের করে আনা কিন্তু প্রতিভাটা আপনাকে থাকতে হবে।
একের পর এক কোচ বদলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ ভাল রকমের বদনাম হয়ে গিয়েছে এর মধ্যে রাসেল ডমিঙ্গো সাথে বেশ কয়েকটি চুক্তি এখনো বলবান আছে এখন তাকে ছেড়ে দিতে গেল গুনতে হবে কোটি কোটি টাকা কিন্তু তার কাছ থেকে এরকম বিস্ফোরক মন্তব্য আশা করা যায় না আরও অনেক বাজে ভাবেই বিস্ফোরক মন্তব্য করেছেন যেটা দেশের ক্রিকেটের জন্য ভাবমূর্তি নষ্ট হয় এবং প্লেয়ারদের মাঝখানে তৈরি হয় অনিশ্চয়তা ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছেন এই ব্যাপারে রাসেল ডমিঙ্গো কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে কেন তিনি এই ধরনের মন্তব্য করেছেন এসব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন বর্তমানে আছে অঘটনের মধ্যে আশা করবো এগুলো খুব শিগগিরই কাটিয়ে উঠে সামনে আছে সেজন্য প্রকাশ করে প্লেয়ার এবং ক্রিকেট বোর্ড সবাই ।