
source
আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন, ক্রিকেট আমাদের নতুন নতুন পরিকল্পনা করছে তার সঠিক কোন ফল এখনো পর্যন্ত দেশের জনগণ কিংবা দেশের ক্রিকেটপ্রেমীরা এখনও পর্যন্ত পাইনি , ভুলে যাচ্ছে বহুৎ কিছু , এটা কি বলবো জাতিগত অভ্যাস নাকি নৈতিকতা আমার জানা নেই যেটা আপনারা বন্ধুরা বলেন না কেন চাই সেটা ,
গামিনি তৈরি মরা উইকেটে মার্বেল স্ল্যাব বসিয়ে নতুন করে সংগ্রাম করার চেষ্টা , অসহায় মিরাজ সাকিব রা , বাউন্সি কন্ডিশনে খেলতে যাবার আগে এটাই যে প্রস্তুত হবার একমাত্র উপায় , প্র্যাকটিসের জন্য বাউন্সি উইকেটে একটাও নেই বাংলাদেশ কিন্তু দুধের স্বাদ্ কি আর ঘোলে মিটে , নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা কন্ডিশনে অসহায় দেশের দামাল ছেলেরা , ব্যাট করতে নেমে মুখ থুবরে পড়ে ।
সামনে নিউজিল্যান্ডেএর সাথে একটি সিরিজ তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপ হোস্ট অস্ট্রেলিয়া , বাউন্সি উইকেটে প্রস্তুতি মার্বেল স্ল্যাব প্র্যাকটিস করতে হবে না চলছে নতুন কংক্রিটে বানানো উইকেট এর কাজ মিরপুরের একাডেমি মাঠে দুইটা বাউন্স উইকেট পিচ প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে ,

source
বর্তমানে বাংলাদেশে অবস্থিত নতুন t20 স্পেশালিস্ট কোচ শ্রীরাম এর অধীনে নতুন বাউন্সি উইকেটে ক্যাম্প হবে কিংবা প্র্যাকটিস হবে নতুন বাউন্সি যে কংক্রিটের পিস বানানো হচ্ছে নিউজিল্যান্ড যাবার আগেই এরকমটাই বলেছে বিসিবি ।
বাংলাদেশ আরেক নামকরা প্লেয়ার শাহরিয়ার নাফিস তিনি একসময় বাংলাদেশ ক্রিকেটের দুর্দান্ত খেলেছেন বর্তমানে সে বিসিবির আন্ডারে আছেন তার মানে অফিশিয়ালি তিনি একজন সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ক্রিকেটার আছেন তাদের অ্যাসিসটেন্ট কোচ হিসেবে কাজ করেন ।
শাহরিয়ার নাফিস বলেছেন আমরা যখন দেশের বাইরে ক্রিকেট খেলতে যাই সেসব পিচ গুলো হচ্ছে অনেক হার্ড , মানে বাউন্স উইকেট কিন্তু আমাদের এশিয়া মহাদেশে মূলত এই ধরনের উইকেট হয়ে থাকে না যার কারণে আমাদের অনেক বাজে সিচুয়েশনে পড়তে হয় ব্যাটিং করতে গিয়ে ,
এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সিমেন্টের পিচ বানানোর জন্য স্কির্ট করার যে পরিবর্তনটা হয় বলের গতি সেটা যেন আমরা খুব সহজেই অভ্যস্ত হয়ে যাই .মূলত সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড এই ধরনের দেশগুলোতে খেলতে গেলে আমাদের দেশের ক্রিকেটাররা প্রচন্ড বিভ্রান্তিকর সিচুয়েশনে পড়ে যায় কারণ আমাদের দেশের পিচ তাদের দেশেরপিচ সম্পন্ন ভিন্নতর ,
এই উদ্যোগটি আমার মতে ভালো উদ্যোগ কিন্তু সত্যিকার অর্থে এখন কি এটা কি কাজে দিবে সামনে অনেক বড় বড় কয়েকটি টুর্নামেন্ট আছে মাত্র কয়েকদিন আগেই এশিয়া কাপ থেকে বিদায় হয়ে গিয়েছে বাংলাদেশ যেখানে খুব বাজেভাবে পারফর্ম করেছে তাদেরপারফর্ম আমার কাছে মোটেও ভালো লাগেনি তারা যদি ভালো খেলে হেরে যেত তাহলে কোন আফসোস থাকতো না কিন্তু তাদের যে খেলাটা খেলেছে সেটা কি, আপনার বন্ধুরা বলবেন এটা ভালো ?
সামনে এত বড় বড় টুর্নামেন্ট আসতেছে এত ভাল উদ্যোগ নিলেও বিসিবি কিন্তু এই উদ্যোগটা কেন আগে নিল না এমন তো না যে কারো মাথায় আসেনি বাংলাদেশের প্রথম যখন জেমি সিডন্স এসেছিলেন তখন বলেছিলেন একটি বানানোর জন্য কিন্তু সেটা করেনি কি কারনে করেনি সেটা বিসিবি ভালো জানে এখন তাহলে কেন বাউন্সি উইকেট বানানোর চেষ্টা ,
এত বড় বড় টুর্নামেন্ট এর আগে বানিয়ে আসমান-জমিন কোন ফারাক তৈরি করতে পারবে না কিন্তু এই বাউন্সি উইকেটে আগামী ভবিষ্যৎ খেলাতে অনেক সহায়ক হবে এটা আমি বলতে পারি আমার মতে এটা আসে , এদিকে বিসিবি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেখা যাক এগুলা কোন দিকে রূপ নেয় ।