আসসালামু আলাইকুম,
সকল বন্ধুরা কেমন আছেন,,,
এই গ্রুপে আজ আমি সকলের কাছে পরিচয় হতে আসলাম।
আমি মোঃ মহসিন হাসান।
বাড়িঃ- কুমিল্লা
খাঁটি বাংলাদেশী,,,,,ও ইসলাম ধর্ম অনুসারী।
আমি আপনাদের দোয়ায় বিবাহিত। আল্লাহর রহমতে এক ছেলে ও এক মেয়ের বাবা।
পেশা'ঃ- আপনাদের দোয়ায় ছোটখাটো একটি সরকারী চাকুরীতে আছি। এই চাকুরীর সুবাদেই দেশের বিভিন্ন স্থানে ঘুরাফেরা করার সুভাগ্য হয়েছে। যেমনঃ- পাহার পর্বত, বন জঙ্গল, সাগর নদী, আরো চেনাজানা অনেক জায়গায় ঘুরতে পেরেছিলাম।