যদি প্রশ্ন করা হয় - "মানুষের হার্টের মধ্যেই কি ভালোবাসার সৃষ্টি? অথবা অনেকে মনে করে থাকেন " একজন আরেকজনকে ভালোবাসার পেছনে হার্টের অবদান ১০০%"। আসলে কিন্তু ব্যাপারটি এরকম না😐..
প্রকৃতপক্ষে ভালোবাসার সাথে আসলে হার্টের কোন সম্পর্ক নেই। হার্ট শুধু রক্ত পাম্প করে কাজ করে । মানুষের প্রেমে পড়ার জন্য দায়ী মস্তিষ্ক এবং হরমোন । যখন মানুষ প্রেমে পড়ে তখন ফ্লাইট অথবা ফাইট প্রতিক্রিয়া কাজ করে, যার জন্য আমাদের রক্তে এপিনেফ্রিন এবং নরেপিনেফ্রিন নামক হরমোনের এর নিঃসরণ ঘটে । অন্যদিকে আমাদের অ্যাড্রেনাল মেডুলা থেকে নিঃসৃত হয় আরেকটি কেটোক্লামাইন নামের অন্য একটি হরমোন । যার জন্য প্রেমে পড়লে আমাদের হার্ট রেট বৃদ্ধি পায় এবং বুক ধুকবুক করে থাকে।
আমি একটি বিজ্ঞান নিয়ে পর্যালোচনা বিষয়ক ফেসবুক গ্রুপে আছি, সেখানে আমরা অসংখ্য সাধারণ ধারণা এর বিপক্ষে বিজ্ঞানসম্মত আলোচনা করে বিষয়গুলোর ব্যাপারে সঠিক ধারণা উদঘাটন করার চেষ্টা করে থাকি।
পরবর্তীতে এমন আরোও কিছু বিষয়ের সঠিক পর্যালোচনা লেখার চেষ্টা করতে চাই। আপনাদের সাড়া কামনা করছি🙂।