বাংলাদেশের সব থেকে বড় মার্কেটপ্লেস হলো দারাজ। তবে কনটেন্ট তৈরি করা তাদের মত আমাকে বিভিন্ন রকমের সমস্যায় জড়াতে হয়।
সুতরাং কন্টাক্ট তৈরি করার ক্ষেত্রে ক্লিয়ার কথা না হলে আসলে একটি ভালো মানের কনটেন্ট তৈরি করা যায় না। আর ভালোমানেন্ট কনটেন্ট তৈরি করার জন্য অবশ্যই একটি ভালো মাইক্রোফোন দরকার হয়।
আমি ফেসবুকে হঠাৎ করে একটা এড দেখার পরে k8 নামে একটা ওয়্যারলেস মাইক্রোফোন এর এডভার্টাইজ দেখেছিলাম। যা ইউটিউব ফেসবুক অথবা যে কোন কনটেন্ট তৈরির কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং ক্লিয়ার সাউন্ড দিয়ে থাকে।
সুতরাং বন্ধুটি আমার বেশ ভালো লাগে এবং আমি দারাজ ওয়েবসাইটে প্রবেশ করি। প্রবেশ করার পর চমৎকার মানের এই পণ্যটি আমি দারাজ কোম্পানিতে অর্ডার করেছিলাম।
প্রথমে আমি এড্রেস লিখতে ভুল করলে সেই পণ্যটি অন্য একটি জায়গায় পৌঁছে গিয়েছিল। তবে আমি পুনরায় সেলসম্যানের সঙ্গে কথা বলার পরে অন্যটিকে সঠিক স্থান বসিয়ে দেই এবং গতকাল পণ্যটি আমি হাতে পেয়েছিলাম।
ঠিক দুপুর পাঁচটা বেজে ৩০ মিনিটে সেলসম্যান সঠিক লোকেশনে আসার পর আমাকে ফোন করেছিল এবং বলেছিল স্যার আপনার একটি পার্সেল রয়েছে। সুতরাং আমি সেখানে তাকে ৩০ মিনিট সময় অপেক্ষা করতে বলেছিলাম এবং আমি আমার পার্সেলটি গ্রহণ করার জন্য টাকা সংগ্রহ করি।
অফিস থেকে বের হয়ে আমি আমার পার্সেলটি সংগ্রহ করি এবং প্রথমে আমি দারাজ এর একটি শিট লক্ষ্য করেছিলাম যেখানে প্রয়োজনীয় পণ্যটির বিবরণ লেখা ছিল।
সমস্ত পণ্যটির বিবরণ ঠিক থাকার কারণে আমি প্রথমে পেমেন্ট করি এবং পণ্যটি নিয়ে সোজা অফিসের ভিতরে চলে গিয়েছিলাম কারণ তখন আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম।
এরপর আমার পরিণতি দেখে অফিসের অনেকেই আকর্ষিত হয়েছিল এবং আমাকে অনুরোধ করেছিল পন্যটি আনবক্সিং করার জন্য।
সুতরাং নিজের হাতে আমি পণ্যটি আনবক্সিং করেছিলাম এবং হাতে পেয়ে আমি সত্যিই অনেক অনেক খুশি হয়েছিলাম কারণ দারাজ আমাকে চমৎকার একটি পণ্য উপহার দিয়েছে এত অল্প দামের ভেতরে ্
এখন চমৎকার এই ওয়ারলেস মাইক্রোফোনের সাহায্যে আমি খুব সুন্দর করে কনটেন্ট তৈরি করতে পারছি। তবে একটি বিষয় লক্ষ্য নিও ওয়ারলেস মাইক্রোফোনের সামান্য ত্রুটি রয়েছে অথবা আমার ফোনের ওটিজি কেবল এর কোন একটা সমস্যা দেখা দিয়েছে।
কারণ মাঝে মাঝেই ডিসকানেট তৈরি করতে পুনরায় ব্যর্থ হচ্ছি।
পরে আমি পুনরায় আবার কোম্পানিতে রিটার্ন দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। যদিও পণ্যটির গুণগতমান অনেক ভাল ছিল এবং এটির সাউন্ড কোয়ালিটি বেশ ভাল ছিল তবে আমার ফোনের সমস্যা দেখা দেওয়ার কারণে আমি পূর্ণটি যথাযথভাবে আমার হাতে রাখতে ব্যর্থ।
তারপরেও দারাজ কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার পণ্য আমাদের মাঝে নিয়ে আসার জন্য।
আর এই ছিল দারাজ থেকে কে এইট মাইক্রোফোন ওয়ারলেস কেনার গল্প। আশা করছি আপনাদের ও অনলাইন শপিং করার অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।
My introduction post
follow me on twitter

Thank you so much for reading and joining us on #Hive platform