আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন আজকে আমি আবারো আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি| বাসায় থাকা উপকরণ দিয়েই আজকে আমি হোয়াইট পাস্তা রেসিপিটা রেডি করেছিলাম| সে রেসিপিটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আর আজকের এই রেসিপিটা অনেক বেশি ইজি যদি আপনারা আমার রেসিপিটা ফলো করেন| হোয়াইট পাস্তাটা মানুষ যে যার ব্যক্তিগত স্থান থেকে রান্না করে যার মনের মধ্যে যেমন ভাবনা আসে রান্না নিয়ে ঠিক সেভাবেই করে| এজন্যই সবার হাতের রান্না মজা হয় না চেষ্টা করলে সবারটাই শ্রেষ্ঠ হয়| আমি চেষ্টা করি তাই হয়তো নিজের পরিবার নিয়ে এবং নিজেকে নিয়ে ভালো আছি| এটা কিন্তু সত্য আমরা বাঙালি আমরা খাইতে পছন্দ করি তাই আপনার হাতের রান্না যদি সেরা হয় তাহলে ফ্যামিলিকে হাতের মধ্যে রাখা খুবই সহজ একটা উপায়| বিশেষ করে বাংলাদেশ স্বামীদেরকে রান্নার মাধ্যমে কিন্তু হাতে রাখতে হয়| মজার মজার খাবার বানিয়ে খাওয়াবেন দেখবেন সে আপনার গুনগান করছে সারাদিন| হাসি ঠাট্টা বাদ দেই এখন আসি আসল কথায়| আজকের রেসিপি টা বানাতে প্রথমে পাস্তা, হোয়াইট সস বানাইতে লেগেছে রসুন কুচি, ময়দা, চিনি, দুধ, লবণ স্বাদমতো| এবং পাস্তাটা আমি রান্না করেছি চিকেন দিয়ে | পুরো প্রস্তুত প্রণালী আমার আজকের রেসিপিতে দেওয়া আছে আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে তৈরি করে খেয়ে দেখতে পারেন আসলে আমি সত্যি বললাম নাকি চাপা মারলাম| অবশ্যই সম্ভব আপনার হাতের নাগালে যা আছে সেটা দিয়ে খুব সুস্বাদু একটি খাবার তৈরি করা|
আমি আশা করব বন্ধুরা আপনাদের কাছে আজকের রেসিপি টা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য| আপনারা আমার পাশে থাকলে আমাকে সাপোর্ট করলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে প্রতিদিনের মতন| দেরি না করে অবশ্যই আমাকে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনার মতামতি অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনি আমাকে জানাতে পারেন| আমার ভুল ত্রুটি গুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন| আজ আসি আবার দেখা হবে অন্য কোন রেসিপি সাথে| ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন|