আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন আমিও ভাল আছি| প্রচন্ড গরম পড়েছে আবার মাঝে মাঝে বৃষ্টি ও হচ্ছে বৃষ্টিকে হার মানিয়ে দিচ্ছে প্রচণ্ড খরা এবং তাপমাত্রা যতই বৃষ্টি হচ্ছে মাটির যে একটা গরম সেটা যেন উপর দিকে উঠে আসছে আগুনের একটা তাপের মতো যেন শরীর ঝলসে গেল ,তাই এই গরম থেকে নিজেকে কিছুক্ষণের জন্য স্বস্তি দিতে আজকে আমি একটা বানানা শেখ তৈরি করেছি| সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার আজকের বানানা শেখ তৈরি করতে খুব বেশি কিছু লাগবে না |আপনার হাতের নাগালে যদি দই থাকে কলা থাকে কিছু বাদাম থাকে সেটা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আপনি ব্লেন্ড করে বানিয়ে ফেলতে পারবেন |আমি আমার ভালোলাগা থেকেই আমার সারাদিনের ব্যস্ততার মাঝখান থেকেও আপনাদের জন্য ব্লক তৈরি করি আমি আশা করব আপনাদের কাছে আমার এই ব্লগ গুলো ভালো লাগে |
মানুষের জন্য কিছু করতে পারা আমার যেন সারা জীবনেরই একটা অভ্যাস আসলে আমরা কেউ পারফেক্ট না ,আমি যেটা জানি হয়তো আপনি সেটা জানেন না |আর ভাললাগা মন্দ লাগা থেকেই কিন্তু মানুষ |আজকের যে বানানা শেখ আমি তৈরি করেছি এটা হয়তো আমি জানি তৈরি করতে হয়তো অন্য কেউ জানে না |আমার এই ব্লকটি হয়তো আপনাদের উপকারেই আসতে পারে চলেন বন্ধুরা দেরি না করে দেখে আসি আমার আজকের পুরো ব্লগটি |
বন্ধুরা আমি আশা করব আপনারা আমার ব্লগ টি দেখেছেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামতি আমার কমেন্ট অপশনে ,জানাইতে পারেন আর আপনাদের যদি উপকারে এসে থাকে আমার এই আজকের রেসিপিটা ,তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খেতে অনেক বেশি মজা লাগে কিছুক্ষণের জন্য হলেও স্বস্তি পাবেন| আজ আসি আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন |