আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন আমিও ভাল আছি আজকে আবারো আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি প্রতিদিনের মতন| আমার আজকের রেসিপিটা হচ্ছে বিকালের নাস্তা খাবার জন্য আমি কেক তৈরি করেছিলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি| মাটির চুলায় দুপুরবেলা আমাদের বাসায় রান্না হয় তারপর কিন্তু অনেক চাপ থাকে তাই ভাবলাম মাটির চুলাতে আজকে কেকটা বসাবো আমি সবসময় কিন্তু এটা করি কিন্তু আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি |তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি| আর আজকে আমি কেকটা বানিয়েছি দুটো ডিম দিয়ে , এক কাপ ময়দা, এক কাপ সয়াবিন তেল, এক কাপ চিনি, এক চা চামচ কোকো পাউডার, এক চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ লবণ, চকলেট পরিমাণ মতো খুব সহজেই অল্প সময় নিয়ে কেক তৈরি করে মেহমানের সামনে পরিবেশন করতে পারেন |অথবা চায়ের আড্ডায় আপনি কিন্তু খুব সহজে একটি বানিয়ে সন্ধান নাস্তায় পরিবেশন করতে পারেন চলেন আজকের মাটির চুলায় কিভাবে আমি কেকটা বানিয়েছি সেটা দেখে আসি|
বন্ধুরা আমি আশা করবো আপনাদের কাছে আমার আজকের কেক বানানো রেসিপি টা ভালো লেগেছে |ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মতামতে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন| আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন ,আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন| আপনারা আমার পাশে থাকবে এটাই আমার কাম্য| আজ আসি আবার দেখা হবে অন্য কোন রেসিপি সাথে |সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন ,স্বাস্থ্যবিধি মেনে চললে সামনের চলার পথ গুলো আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে| পরিবার এবং সন্তানকে নিয়ে আমরা সুখে শান্তিতে সামনের পথগুলো অনায়েসে পার করতে পারব |