আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন| আমিও ভাল আছি| আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকের আমার রেসিপিটা একদম সহজ একটা রেসিপি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি বিরিয়ানি এমন কোন মানুষ নাই আমরা বাঙালি যারা বিরিয়ানি পছন্দ করি না| সবার পছন্দের তালিকায় কিন্তু বিরিয়ানি সেরা| আমি আজকে ঘরে বিরিয়ানি মসলাটা তৈরি করেছি এবং সেই মসলাটা দিয়েই কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করেছি| কিভাবে রান্না করেছি সেটা আজকের আমার ব্লকটা দেখলে বুঝতে পারবেন| আমি আজকে রান্না করেছিলাম চিকেন বিরিয়ানিটা দেশি মুরগি দিয়ে ঝাল করে| সম্পূর্ণ বস্তুর প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওটা অনেক বেশি বড় আমি আশা করব আপনারা দেখবেন আমি কোথাও কিছু স্কিপ করি নাই সম্পূর্ণটাই আপনাদেরকে দেখিয়েছি যে এত সুস্বাদু করেও কিন্তু নিজেরা বিরিয়ানি মসলা তৈরি করে বানানো যায়| আর দেশি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলে ওইটা খেতে বেশি মজা লাগে আমি আসলে চাপা মারছি না আমি সত্যি বলছি আপনারা আজকের আমার ব্লগ টা দেখবেন এবং একদিন হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় এভাবে বিরিয়ানি রান্না করলে|
আমি আশা করব বন্ধুরা আপনারা আমার রেসিপিটি দেখেছেন এবং আপনাদের কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লাগছে| ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মন্তব্যটা আমাকে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং বাসায় তৈরি করে খাবেন আমি আশা করব আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে| আপনারা যদি আমার পাশে থাকেন আমার সামনের পথ চলা গুলো অনেক বেশি সহজ হয়ে যাবে আপনাদের জন্য| আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য| আজ আসে আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন|