আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন| আমি ক্যাপশনটা আজকে এরকম লিখেছি কারণ হচ্ছে আজকে আমি যে কেকটা বানিয়েছি একেকটা বানানোর সময় আমার কিছু ভুল হয়েছে সেগুলো আমি আমার রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার ভুলগুলো কোথায় ছিল| ভুল থেকে মানুষ শিখে, তবে আমি এর আগেও কেক বানিয়েছি তবে আজকের মত এরকম ভুলভাল কখনোই হয়নি, যখন আপনি মানুষের জন্য অনেক করবেন,তখন আপনি সবথেকে বেশি কষ্ট পাবেন, কারণ পৃথিবীতে সব থেকে অদ্ভুত প্রাণী কিন্তু মানুষ, আজকে কোনভাবেই আমার মন বসতে ছিল না| কারণ আপন মানুষের কাছ থেকে যখন মানুষ হার্ট হয় তখন কোন কাজেই স্বস্তি আসে না| আজকে মনটা আমার একদমই ভালো ছিল না| তারপরও আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম সময় কাটানোর জন্য নিজেকে ব্যস্ত রাখার জন্য আজকে কেকটা বানিয়েছিলাম| যাতে সময়টা আমার ভাল কাটে একাকীত্ব কিছু সময় এবং নিজেকে কিছু সময় দেওয়া| আমি আশা করবো আমার ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন| আমি ভুল স্বীকার করতে জানি আমি ভুল করেছি সেটা আমি আপনাদের মাঝে আবার তুলেও ধরেছি| আমি আশা করব আপনারা আজকের আমার রেসিপিটা দেখবেন এবং আমার ভুলগুলো আমার দৃষ্টিতে দেখে আমাকে কমেন্ট অপশন জানাবেন|
বন্ধুরা, আমি আশা করব আপনারা আমার আজকের রেসিপিটা দেখেছেন| ভুলগুলো কোথায় ছিল সেটাও আপনারা দেখেছেন তবে ভুল থেকেই আমি আবার চেষ্টা করেছি নতুন করে সাজাবার| আপনারা আমার পাশে থাকলে আমার সামনের পথচলা গুলো আরো বেশি সহজ হয়ে যাবে| আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন| আজ আসি আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন| আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে প্রতিদিনের মতন|