আসসালামু ওয়ালাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন |আমিও ভাল আছি| আজকে আমি আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি প্রতিদিনের মতন | আমার আজকের ব্লকটা আমার কাছে স্পেশাল কারণ ছোটবেলার হাজারো মধুর স্মৃতির মধ্যে আমার কাছে সেরা স্মৃতি হচ্ছে স্কুলের বান্ধবীদের সাথে যে সময় গুলো পার করেছি সেগুলো কখনোই ভুলবো না| টিফিনের ফাঁকে দৌড় দিয়ে চলে যেতাম মামার ঝাল মুড়ি খেতে ঝালমুড়িতে আমি কখনোই ঝাল দিয়ে খেতে পারতাম না কারণ আমি ছোটবেলা থেকেই ঝাল খেতে পারি না| তাই সবসময় মামাকে বলতাম আমাকে ঝাল ছাড়া শুধু মসলা দিয়ে মুড়িটা মেখে দিতে| মাঝে মাঝে সিঙ্গারা, নিমকি এসব অস্বাস্থ্যকর খাবার আমার অনেক বেশি পছন্দের ছিল এখন বড় হয়ে যাবার পর বুঝি এগুলা আসলে অস্বাস্থ্যকর খাবার আমি অনেক মানা করত সারাদিন খালি পেটে থেকে টিফিনে এগুলো না খেতে বাসায় যাবার পর কোন খাবার খেতে পারতাম না তারপর আম্মু খুব বকাবকি করতো |এই কথাগুলো মাঝে মাঝে আমাকে খুব আনন্দ দেয় কারণ মা ছাড়া আসলে ছেলে মেয়ের কদর আর কেউ বোঝেনা তাই যে মার কোন তুলনা হয় না| স্কুলে কাটানো সময়টা হয়তো কখনো আর ফিরে পাবোনা তাই স্কুলের বান্ধবীদেরকেও কখনো আর ফিরে পাবো না কারো সাথে এখন আর দেখা হয় না কেউবা একই শহরে আছে কিন্তু ঠিকানা জানিনা |একই দেশে থেকেও কারো সাথে দেখা নাই এটা মাঝে মাঝে একটু অদ্ভুত লাগে আমরা মানুষগুলো বেশ অদ্ভুত রকমের| এবার বাড়িতে গিয়ে আমি স্কুলের গেটে গিয়েছিলাম মুড়ি মাখা খেতে যেটা আমার কাছে অন্যতম একটি খাবার সেরা বলতে পারেন| তাই ভাবলাম আমি যখন গিয়েছিলাম স্মৃতিচারণ করতে আপনাদের সাথে কেন শেয়ার করব না তাই আমার ভালো লাগা থেকেই আজকের ব্লগ টা শেয়ার করা |
বন্ধুরা, আমি আশা করব আজকের ব্লকটা আপনারা দেখেছেন এবং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে| আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন| ভুল দিয়ে শুরু করলে জীবনটা সুন্দর হয় আমি কয়েকবার দেখেছি তাই ভুল দিয়ে শুরু করছি ভুলগুলো ছোট হলেও বড় আকার না করাই ভালো আপনার মতামতটা আমাকে অবশ্যই জানাতে পারেন আমার ব্লক গুলো আপনাদের কাছে কেমন লাগে| আজ আসি আবার দেখা হবে অন্য কোন কনটেন্টের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন | আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য|