
source
কার কার মনে পড়ে ঠাকুমার ঝুলির কথা কে কে দেখেছেন ঠাকুরমার ঝুলি
আমার ছোটবেলাকার পছন্দের একটি কার্টুনের মধ্যে ঠাকুরমার ঝুলি সবথেকে সেরা একটি কার্টুন ঠাকুমার ঝুলির যখন গানটা শুরু হতো আমার ভেতর থেকে একটা ভালো লাগা কাজ করতো আমি সাথে সাথে গান করতাম ঠাকুরমার ঝুলি খুলবে মজার গল্প বলবে ।
টিভির সামনে বসে পড়তাম ঠাকুরমার ঝুলি দেখার জন্য ঠাকুরমা গল্প বলা শুরু করলে মনোযোগ দিয়ে ঠাকুরমার কথা শুনতাম কি হচ্ছে না হচ্ছে সেদিকে কোন খেয়ালই থাকতো না । বিশেষ করে আমার কাছে শাকচুন্নি যে গল্পটি ঠাকুমা বলেছিল সে গল্পটি আমার কাছে অন্যতম একটি গল্প এটি গ্রামবাংলার মানুষের ভেতরে বেশি প্রচলন গ্রামের মানুষ এখনও এগুলোতে বিশ্বাস করে ।
আজকে আমি ঠাকুমার মতো করে শাকচুন্নি গল্পটি আমি বলব গল্পটি মনোযোগ দিয়ে শুনি
শাকচুন্নি
পর্ব ১
একটি গাঁয়ে মস্ত বড় একটি শ্যাওড়া গাছ ছিল শ্যাওড়া গাছে নাকি শাকচুন্নি বাস করত তার মনে বড় সাত ছিল বামুনের ঘরের বউ হয়ে সুখে শান্তিতে সংসার করবে একা একা গাছে থাকি আমি শাকচুন্নি সুখে আছে বামুনের বউ গিন্নি গায়ে বড় জ্বালা ধরে মনে জাগে হিংসে রূপে-গুণে আমি নই কোন অংশে বামুনের ছেলে বউ তবু থাকে দেমাকে ডাকলো না কেউ হাই বউ বলে আমাকে এই কথাটি বলেই শাকচুন্নি কিছুক্ষণ কাঁদতে থাকে ।
তারপর উচ্চস্বরে হাসতে থাকে এদিকে শ্বাশুড়ী বৌমাকে ডাকছে বৌমা পুকুর ধারের ঘাটে গরুটি বাধা আছে ওকে এনে গোয়ালে রাখ বৌমা জবাবে বলল এইতো মা যাচ্ছি হাতের কাজগুলো সেরে নেই শ্বাশুড়ি বললো না না দেরি করো না বিকেল গড়িয়ে এলো সন্ধ্যে নামার আগে গরুটা গিয়ে নিয়ে আসো ঘরের কাজ গুলো আমি করে রাখবো তুমি এবার যাও সাবধানে যাবে মাথার খোপা খুলে না ওই পথটা আবার ভালো না মস্ত বড় একটা শ্যাওড়া গাছ আছে ।

source
তুমি চুলের খোপা শক্ত করে বেঁধে যাও সন্ধ্যা নামার আগে চলে আসবে মা বলল আমি যাই মা বৌমা কিছুদুর গিয়ে গরুকে ডাকতে লাগল ধবলী ও ধবলী তোকে নিয়ে আর পারা যায় না হাসপাতাল ছেড়ে তুই এখানে কি খেতে এসেছিস ঘোষেরা দেখতে পেলে আর রক্ষা নেই লাঠির পিঠা খেতে ইচ্ছা করছে এবার চল গোয়ালে চল এই কথাটি বলে বৌমা গরুটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল এদিকে শাকচুন্নি বামুনের বউ কে ডেকে বলছিল গরু নিয়ে আসে কে বামুনের বউ মা ঘাড় মটকে কেউ টের পাবেনা ।
।তারপর শাকচুন্নি বুড়ি রূপ ধারণ করে বৌমার কাছে যায় পরের কথাগুলি আমি দ্বিতীয় পর্বে শেয়ার করব ।কাটুন টার মধ্যে অনেক কিছু শেখার আছে এ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম কাটুন টা একবার হলেও ইউটিউবে গিয়ে দেখে নিবেন ।আমি যতটুকু দেখেছিতাতে অনেক মজা পেয়েছি আশাকরি আপনারা যখন দেখবেন তখন আপনারা অনেক মজা পাবেন কারণ অনেক সময় ছোটবেলায় কার্টুন গুলা অনেক কিছু আপনাকে মনে করিয়ে দেবে ।তুমি যখন দ্বিতীয় পর্বটি দেখব তখন নিশ্চয়ই আপনাদের জানাবো দ্বিতীয়পর্বে কতটুকু আমি মজা পেয়েছি কিংবা কি কি আমার খুব ভালো লেগেছে ।