ট্রাডিশন বা অভ্যাস বা অনেক দিনের আচরণ। ব্যাখ্যা প্রসঙ্গে,যেমনটা আবহাওয়া আর জলবায়ুর মাঝের পার্থক্য । আবহাওয়া যদি কনো দিনের জন্য হয়, তবে জলবায়ু কয়েক বছরের আবহাওয়ার গড় অনুপাত। তেমনি আচরণ একটা নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট ক্ষেত্রের জন্য, এবং তা যদি ওই নির্দিষ্ট ক্ষেত্রে প্রতিনিয়ত চলতে থাকে তবে তা অভ্যাস। আর সমাজ যদি সেই অভ্যাস কে পরিচয় দেয় কোনো নামে তবে তা ট্র্যাডিশন বা সংস্কৃতি।
Tradition is the sum total of day to day activity of a man in a society. But this stereotypical behaviors are not formed overnight. For example we may tell about the defferrence between weather and climate. one represents the daily atmosphere, another represents the overall environmental scenario of a certain portion of period. And when the behavior of an individual in society is acknowledged by the society, It is called tradition.
যে সমাজ যতো পুরোনো সে সমাজের ট্রাডিশন ততোটা স্থায়ী। এবং সমাজের যেসকল বাসিন্দা তা পালন করে নিয়মিতো ভাবে, তাদের কাছে ট্রাডিশন অনেকটা মিষ্টি আর সুস্বাদু । সমাজের সাথে লেনদেনের হিসাবটা তাদের ভিন্ন। সমাজকে আপন ভাবতে জানে তারা। সমাজে যার যার অবস্থান যেখানে, সে অবস্থানে থেকে তারা দিয়ে যায় সমাজকে মৃত্যুর আগ পর্যন্ত। এই একাগ্রতা থেকে জন্ম নেয় সাম্যাবস্থার। এই সমাজ ব্যাবস্থায় আছে শিক্ষা ব্যাবস্থা, পারিবারিক আচরণ, এবং গোষ্ঠীর আচরন। আছে দায়িত্ব কর্তব্য আছে ভালোবাসা, আছে রাগ, অভিমান, কলহ এবং তথাপি মিমাংসার ব্যাবস্থা। কি নেই এতে!
The aged old tradition is much sweeter. Those social people comprise traditions, can extract much more from society. They satisfy about their position . Holding them generation to generation and convey stabilization for society. You find each and every thing in society. Social institutions like family, religion, professions etc. Furthermore society can settle your disputes as well
গতো শুক্রবারে সকাল বেলা ঘুম থেকে উঠতে দেরি হবার কারনে মন বলছিলো, আজ নামাজে না যাই; এক শুক্রবার না গেলে ক্ষতি তো দেখি নাহ।কথাটা একই সাথে সত্য আবার মিথ্যা। কিন্তু কথা একই সাথে সত্য অথবা মিথ্যা কি করে হয়! সত্য এই দিক থেকে যে ধর্ম মানে বিশ্বাস। বিশ্বাস ব্যাক্তিগত হবে সেটাই স্বাভাবিক। আবার মিথ্যা এই অর্থে ধর্ম একটা সামাজিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যেকোনো সমাজ ব্যাবস্থায় অবিচ্ছেদ্য অংশ, কারন এর সাথে বিশ্বাস জড়িত থাকে। এবং এই প্রতিষ্ঠানের কার্যাবিধির সাথে অন্য সকল প্রতিষ্ঠানের কার্যাবিধি নিহিত। যেমন শুক্রবারের এই সময়টাতে সকল দোকান পাঠ বন্ধ থাকবে।প্রত্যেকের বাসায় ভালো কিছু রান্না হবে। বাসার গৃহিণী অপেক্ষা করে থাকবে খাবার নিয়ে টেবিলে, নামাজ শেষে একবারে খাবে বলে। আপনি সমাজে বসবাস করলে কখনোই সুস্থ অবস্থায় এই ট্রাডিশনকে অবজ্ঞা করতে পারেন না।
Last Friday , I was about to miss my friday prayer. In a muslim community it is a must for everyone. As I was saying, religion is one of the social institution. And the procedure of other social institutions are related to it. As shops are shut during this specific period. Every family tries to put best Diseases on the table. Waiting for the male members to come home after prayers and enjoy the dish together. I can not deny these fact and this whole setup. As I am a social being. Furthermore
I am not a revel without any cause
সম্পর্কের কথা গল্প আকারে বলি। সম্পর্কগুলো পারিবারিক আবার একই সাথে সামাজিক। আপনি যে পরিবারের অংশ সেই পরিবারের সদস্যগন দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন পরিবার থেকে আগত। সম্পর্কের মূল্যায়ন এখান থেকেই শুরু। সম্পর্কের দাড়ি কমা গুলো যদি সঠিকভাবে মানা যায় তাহলে পরিবারের প্রত্যেকটা সদস্য থেকে শুরু করে সমাজ ও সুখী থাকে। কারন স্বাভাবিক সকল মানুষই সামাজে কিছু না কিছু জায়গায় তাদের কার্যাবিধি রাখে। এখন সবচেয়ে রূঢ় বাস্তবতায় ঢুকি, আপনি বিবাহিতো কিন্তু আপনার অন্য কোনো নারি ভালো লাগলো। মাংসের ক্ষুদা খুব বড় ক্ষুদা। আপনি ক্ষুদা নিবারনে উদ্দত হলেন। এই পরিস্থিতে আপনি নিম্নোক্ত জায়গা গুলোতে দোষী।
প্রথমত,
আপনি বিদ্রোহ ঘোষণা করেছেন সমাজের বিরুদ্ধে। সমাজের এত বছরের সাজানো সংসারকে আপনি বৃদ্ধা আঙ্গুল দেখালেন।
দ্বিতীয়ত,
আপনার কারনে দুইটা পরিবার সারাজীবনের জন্য কলঙ্কিত হয়ে গেলো।
তৃতীয়ত, আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সমাজ বহির্ভূত হতে শেখালেন।
সমাজের দায়িত্ব কি এখানে! এক এক সমাজ ব্যাবস্থা একেক ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করে তবে তা করতে যদি ব্যার্থ হয় তবে আমি মনে করি মানব সভ্যতা বর্বরতার পক্ষে পা বাড়াচ্ছে।
The relationships within and outside the family connect the society . It is a complex web structure you know! All individuals are fabricated. Surprisingly the individuals within society are responsible for fabrication. So, It can be said they work for themselves. You know whenever you work hard joyfully something good will happen though. So what are the consequences of doing otherwise. Suppose you desire someone more than your wife. You want to have her physically. And you are also welcomed . What will happen then. Firstly, you put a fight against society. Secondly, you persecute both the family with your nasty deeds. Finally you would not leave any good example for your future generation.
Why do these incidents in our society happen? because the value of tradition don't place in heart or in conscious mind.
so
It is high time we should value our society.