প্রকৃতির নিয়ম বোঝা বড় মুশকিল প্রকৃতি কখন পরিবর্তন হয়।আমরা কেউই বুঝতে পারি না। কখনো ঝড় বৃষ্টি কখনো রোদ হয়। সেটা তো বোঝা যায় না। আর আজকে মনটা একটু খারাপ। তার মধ্যে আবার হঠাৎ আকাশটা খুব মেঘলা হয়ে গেল। মনের মধ্যে একটু ভয় এসে গেল। এখনি বুঝি ঝড় হবে। আর ঝড় হলে মানুষের অনেক ক্ষতি হয়। কয়েক দিন থেকে আমরা ঝড়ের আভাস পাচ্ছি।আর শুনতাছি ঝড় হবে। আর সেটা তো মনের মধ্যে একটা ভয় আছে। আর ঝড় হলে অনেক গাছগাছালির, মানুষের ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়।আবাদি ফসল,গাছের ফলমূল নষ্ট হয়ে যায়।
খেটে খাওয়া মানুষের খুব কষ্ট হয়। যারা রিক্সা ভ্যান চালায় তারা রিক্সা ভ্যান চালাতে পারেনা।বৃষ্টির জন্য আরো অনেক জায়গায় পানি জমে থাকে মানুষের যাতায়াত করতে সমস্যা হয়। পথচারীদের সমস্যা হয় বিশেষ করে তারা অফিস আদালতে যেতে পারে না। গাড়ী চলতে পারেনা বিভিন্ন ধরনের সমস্যা হয় মানুষের। খেটে খাওয়া মানুষেরা সংসারে চালাতে পারে না। পরিবারের লোকদের মুখে অন্ন তুলে দিতে পারেন না। তারা না খেয়ে থাকে। এখন তো সারা দেশে মহামারী চলছে করোনার কারণে এমনিতেই তাদের অনেক সমস্যা আর এই ঝড় বৃষ্টি হলে আরও তাদের সমস্যা হয়। তাদের কষ্টের সীমা থাকে না এগুলো দেখলে অনেক খারাপ লাগে।
আকাশে মেঘের গর্জন মেঘের আনাগোনা। বজ্রপাতে তো অনেক মানুষ মারা যায়। মেঘের মধ্যে আকাশের গর্জন বর্জন করে তাতে মনের মধ্যে অনেক ভয় জাগে। যে কোথায় বুঝি কি হলো। অন্য কারো বুঝি সর্বনাশ হল।
মেঘের গর্জন মেঘের ডাকাডাকি তে আমার অনেক ভয় লাগে। আমাদের বাড়ি থেকে একটু দূরে পাশেই এক বাড়িতে এক চাচি বজ্রপাতে মারা গিয়েছিল। তার বাড়িতে বজ্রপাত পরেছিল। তাই এখনও আকাশ মেঘ করলে আমার মনের মধ্যে কেমন যেন করে উঠে। আর অনেক ভয় লাগে।
যখন ঝড় বৃষ্টি হয় তখন আমি চুপ করে বসে থাকি। আমি আল্লাহকে ডাকি আর বলি তাড়াতাড়ি যেন ঝড় ভাল হয়ে যায়।কারা যেন কোনো ক্ষতি না হয় আর ক্ষতি হলে অনেক খারাপ লাগে। তাই আল্লাহকে ডাকি আর বলি তুমি কারো কোন ক্ষতি হতে দিওনা। তুমি তো সবকিছু করতে পারো তোমার হাতে সব ক্ষমতা। পাশের বাড়ির ওই চাচি মারা যাওয়াতে সেই থেকে ঝড় বৃষ্টি হলো ভয় লাগে।নিজেকে খুব অসহায় লাগে। তখন মনে হয় কখন যে ঝড় ভাল হয়ে যাবে।হঠাৎ করে যে বিকট একটা শব্দ হয়েছে মনে হয়েছিল আমাদের ঘরের উপরে বজ্রপাত টা পড়ছে। কিন্তু না পাশে পড়েছে ওই দিনটার কথা আজও আমার মনে পড়ে এবং ঝড় বৃষ্টি হলেই অনেক ভয় লাগে। ওই দিনটা আমার জীবনের স্মরণীয় হয়ে আছে স্মৃতি হিসেবে।আল্লাহ চাইলে সবই করতে পারে এখনি ঝড় দিতে পারে। আবার এখনি বন্ধ করে দিতে পারে।
বন্ধুরা,
আমার এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ,
সবাই ভাল থাকবেন।