মানুষ যা ভাবে, সেটাই নাকি স্বপ্নে দেখে। কিন্তু আমার ক্ষেত্রে তো তা হচ্ছে না। বরং আমি যা ভাবি না বা ভাবতে চাচ্ছি না, আমি সেটাই ঘুরে ফিরে স্বপ্নে দেখি।
আমাদের সম্পর্ক শেষ হয়েছে আজকে প্রায় দুই বছর পার হয়ে গিয়েছে। প্রথম দিকে খারাপ লাগলেও এখন আর খারাপ লাগে ন্য এতটা। তবে মাঝে মাঝে স্বপ্নে চলে আসে সে। আজকেও এসেছিল।
স্বপ্নের মাঝেই আমরা একসাথে হেসেছি, ঘুরেছি, খেয়েছি। সে খুব অনুযোগের সাথে বলছিল, আমি চাইলেই না-কি তাকে ধরে রাখতে পারতাম। স্বপ্নের মাঝেই স্মৃতি হাতড়িয়ে আমি খুঁজার চেষ্টা করেছিলাম আমার ভুলগুলোকে।
কিছু কিছু ভুলের কথা মনে পড়ে মন খারাপ হয়ে যাচ্ছিল খুব। রাগের মাথায় এসব না করে একটু ঠান্ডা মাথায় চাইলেই সবকিছু ঠিক করে ফেলা যেত। যাকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারতাম না, তাকেই হারাতে হয়েছে শুধুমাত্র নিজের রাগ আর ইগোর জন্য।
অথচ আমি সারাজীবন মানুষকে বলে এসেছি ইগো আর রাগ কমানোর জন্য। কিন্তু অন্যকে উপদেশ দিলেও নিজের বেলায় নিজেকে সামলাতে পারি নি। রাগের মাথায় একটার পর একটা ভুল করে গিয়েছি।
যায় হোক, স্বপ্নের মাঝেই আমি জানতাম না আমি স্বপ্ন দেখছি। অথচ স্বপ্ন ভাঙার পরেও আমি নিষ্পাপ বাচ্চার মতো এদিক সেদিক তাকিয়ে তাকে খুঁজে বের করতে চাচ্ছিলাম। কিন্তু না... সে তো হারিয়ে গিয়েছে। একেবারের জন্যেই হারিয়ে গিয়েছে...
প্রথম দিকে খারাপ লাগলেও এখন আর খারাপ লাগে না তেমন। তার কোনো স্মৃতি আমার কাছে নেই। তার মুখটুকুও হয়তো এতদিনে ভুলে যেতাম, যদি না সে প্রতিদিন স্বপ্নে এসে নিজেকে না দেখা দিত।
যায় হোক, আমার স্বপ্নটা মন্দ ছিল না। সে নিজে থেকে এসে আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছিল। আমি জানতাম যে আমি স্বপ্ন দেখছি। তবুও যতক্ষণ সে আমার কাছে ছিল, সময়টা ভালো ছিল।