আমি @sahadathossen ।আমার বয়স ২৪ বছর।আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের স্টুডেন্ট,৪থ বর্ষে পড়াশুনা করছি।আমরা ৪ ভাই-বোন।আমি আমার তিন বোনের ছোট ভাই।
আমি হাইভের সাথে পরিচিত প্রায় অনেক বছর আগ থেকেই।কিন্তু মাঝে আর কাজ করা হয়নি কারণ পড়াশোনার চাপ খুব বেড়ে গিয়েছিলো।এখন আমি আমার আগের আইডিতে ঢুকতে গিয়ে দেখি পাসওয়ার্ড ভুলে গেছি এবং কোনো ভাবেই ঢুকতে পারছিনা।তাই এই নতুন আইডি খুললাম।
আমি আবার হাইভে আসার কারণ হলো, আমি নিজের সময়কে কোনো ভালো কাজে লাগাতে চাই।নিজের সৃজনশীলতাকে সবার সামনে তুলে ধরতে চাই।আমি গল্প লিখতে খুব ভালোবাসি,ট্রাভেলিং করতে ভালোবাসি,বিভিন্ন রকমের খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি,গল্প করতে ভালোবাসি,খেলাধুলা করতে ভালোবাসি,অন্যকে সাহায্য করতে ভালোবাসি ইত্যাদি ইত্যাদি এবং সাথে নিজের সব কিছু অন্যের সামনে সুন্দর ভাবে উপস্থাপন করতেও ভালোবাসি।
আমি মনে করি প্রত্যেকটা মানুষের ই উচিত নিজের সৃজনশীলতাকে অন্যের সাথে শেয়ার করা।কারণ সৃজনশীলতা যতটা এক্সপ্লোর করা যায় ততটাই বাড়ে।এটি আমার বিশ্বাস।আর প্রত্যেক মানুষের ই উচিত কখনো অলস ভাবে বসে না থাকা ও নিজেকে কাজে ব্যস্ত রাখা।এবং আমি চাই আমি আমার সৃজনশীলতাকে সবার সামনে তুলে ধরার মাধ্যমে নিজের আর্থিক সমস্যাকে দূর করতে।আশা করি সবাই আমাকে সাহায্য করবেন,সাপোর্ট করবেন, পাশে থাকবেন।
প্লাটফর্মের একজন ভালো মেম্বার হিসেবে নিজেকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, আশা করি আমাকে অবশ্যই সাহায্য করবেন।