আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকে সবার সাথে শেয়ার করবো বাসার ছাদে টবে ড্রাগন ফলের চাষ।

আমরা খুব সহজেই আমাদের বাসার ছাদে মাঝারি আকারের টবে ড্রাগন ফল চাষ করতে পারি। নিকটবর্তী যে কোন নার্সারি থেকে গাছ সংগ্রহ করতে পারবেন। একটি মাঝারি আকারের টবে ৩-৪ টি গাছ লাগানো যেতে পারে। বিশেষ কোন পরিচর্যার দরকার পরে না। গাছ লাগানোর সময় টবের অর্ধেক পরিমাণ গোবর সার দেওয়া ভাল। এছাড়া বছরে ২ বার গোবর ও জেব সার দেওয়া যেতে পারে। ১০ দিন অন্তর পানি দিলেই হবে।

ড্রাগন ফলের গাছ উর্ধমুখী। তাই পাতা উপরের দিকে উঠে আসে। পাতা উপরে উঠতে অবলম্বন জরুরি। তাই কোন অবলম্বনের ব্যবস্থা করতে হবে। পাতা নির্দিষ্ট পরিমাণ উপরে উঠলে পাতা নিচের দিকে নামিয়ে দিতে হবে। গাছ সাধারণত ১ বছর পর থেকেই ফল দেওয়া শুরু করে।

ড্রাগন ফলের গাছে সাধারণত এপ্রিল মাস থেকে ফুল আসা শুরু হয়। সেপ্টেম্বর পর্যন্ত চলে ফুল আশা। ফুল আশার আগে কিছু টেকনিক জানা থাকলে গাছে বেশি পরিমাণে ফুল আসবে।

এপ্রিল মাসের মধ্যে গাছের নতুন পাতা বের হলে তা ৪-৫ ইঞ্চি রেখে কেটে দিতে হবে। ফুল সাধারণত আসে পুরোনো পাতায়। তাই পুরোনো পাতায় নতুন পাতা বের হলে কেটে দিতে হবে। এই পদ্ধতিতে গাছ ফুলের উপর প্রাধান্য দেয় তাই অধিক ফুল আসে।

ফুল ধরা থেকে ফোটা পর্যন্ত ১৫-২০ দিন সময় লাগে। আবার ফুল ফোটা থেকে ফল পরিপক্ক হতে ৩০-৩২ দিষ সময় লাগে।
যেনে রাখা ভাল ফুল ফোটে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত। যেহেতু ফুল রাতে ফোটে আর সেই সময় পরাগায়নের জন্য পোকা থাকেনা তাই নিজ হাতে পরাগায়ন করলে শত ভাগ সাফল্য অর্জন করা যাবে।
আশা করি সবাই বাসার ছাদে মাঝারি আকারের টবে ড্রাগন চাষ করতে পারবেন আর গ্রহন করতে পারবেন সুস্বাদু এই ফলের স্বাদ। ড্রাগন ফলে পাবেন প্রচুর ভিটামিন ও খনিজ পদার্থ।
আর টিপস ব্যবহার করতে ভুলবেন না।