আজ 25 শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162 তম জন্মবার্ষিকী পালন করছি আমরা |শুধু বাংলার নয় সারা বিশ্বে ছড়িয়ে থাকা আপামর বাঙালির কাছে এই দিনটি একটি আনন্দঘন দিন |1861 সালের 7 মে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের কবিগুরু জন্মগ্রহণ করেন এই দিনটিতে |1861 সালের 7 মে কবিগুরু এই দিনটিতে জন্মগ্রহণ করলেও কালক্রমে সেদিনটি ছিল বাংলা বৈশাখ মাসের 25 তারিখ এবং সেই কারণে কবিগুরুর জন্মবার্ষিকী পঁচিশে বৈশাখে আমরা প্রত্যেক বছর উদযাপন করে থাকি |
মহর্ষি দেবেন্দ্রনাথ আর সারদাদেবীর চতুর্দশতম সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর | 1913 সালে নোবেল পুরস্কার জয়ের মধ্য দিয়ে কবিগুরু তার অতুলনীয় সৃজনী প্রতিভা দ্বারা বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করেন | ভারত এবং বাংলাদেশ উভয় দেশের জাতীয় সংগীত রচনা করেছেন | দেড়শ বছর পার হয়ে গেলেও এখনো বাঙালির নিত্যদিনের জীবনযাত্রা ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথের উপস্থিতি চোখে পড়ার মতো | শুধু বাংলা নয় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আপামর বাঙালি জাতির দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে রয়েছেন রবীন্দ্রনাথ |25 শে বৈশাখ দিনটিতে অজস্র অনুষ্ঠান আয়োজন করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় কবি স্মৃতির প্রতি |কবিগুরুর রচনায় পরিমাণে বিপুল বিষয়বৈচিত্র্য লক্ষ্য করা যায় |কবিতা সংগীত উপন্যাস ছোটগল্প নাটক প্রবন্ধ ভ্রমণ শিশুতোষ সহ সাহিত্যের প্রতিটি শাখায় সমৃদ্ধ রয়েছে তার মেধা মনন ও সৃজনশীলতায় |
প্রায় একক প্রচেষ্টায় তুমি বাংলা ভাষা ও সাহিত্যকে আধুনিক করে তুলেছিলেন | চিত্রকলায় মনোনিবেশ করেন সেখানেও তিনি তার অপূর্ব মেধার স্বাক্ষর রেখেছেন | মানব প্রকৃতি ও দেশপ্রেম ছিল কবিগুরুর রচনা কেন্দ্রীয় বিষয়বস্তু | এখনো বাঙালি তাদের নিত্য দৈনন্দিন জীবনের আবেগ-অনুভূতির ভাষা খুঁজে পায় কবিগুরুর কালজয়ী রচনার মধ্য দিয়ে | বাংলা সাহিত্যের প্রাণপুরুষ তার জনকল্যাণমূলক কাজে রেখে গিয়েছেন বিশেষ ভূমিকা |শিক্ষাবিস্তার তথা কৃষি ও কৃষকের উন্নয়নকল্পে তার জনকল্যাণমূলক কাজ সকলের কাছে দৃষ্টান্ত হয়ে রয়েছে | 1913 সালে নোবেল পুরস্কারের অর্থ দিয়ে শাহজাদপুরে দরিদ্র কৃষকদের ঋণ দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন কৃষি ব্যাংক |গড়ে তোলেন শান্তিনিকেতন বোলপুরে |1918 সালের চৌদ্দই জুলাই বর্ষা উৎসব দিনে বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেন তিনি | কবিগুরু নিজেই ছিলেন একজন অপার সাগর | উনার জীবন দশায় 25 শে বৈশাখ আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হত | কবিগুরু ছিলেন বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র যা আপামর বাঙালি জীবনকে আলোকিত করে রেখেছেন | কবি গুলোর ভাবনাও চিন্তন একাধারে বিমুক্ত ও বিস্মিত করে রেখেছে সকল বাঙ্গালীর প্রজন্মকে | বিশ্ব সাহিত্যের ইতিহাসে এমন প্রতিভা খুবই বিরল |