ডালিম ফল অনেক সুস্বাদু একটি জনপ্রিয় ফল ৷ এই ফল বাংলাদেশে অতি পরিচিতি একটি ফল সবাই পছন্দ করে এই ফলটি ৷ এটাতে অনেক প্রচুর পরিমানে ভিটামিন আছে ৷ এই ফলের গাছটি প্রায় প্রত্যেকে বাড়িতে পাওয়া যায় ৷ এবং কি এই ফল বাজারেও বিক্রি করা হয় ৷ কারন শহরের মানুষ গুলো ফলমুল কিনে খায় ৷ তারা বাজার থেকে কিনে এনেই এগুলা খায় ৷ তবে মজার বিষয় হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা এগুলো ফল যাদের বাড়িতেই থাকুক না কেনো চুড়ি করে খেতাম তখন এসবের মজাই অন্যরকম ছিল ৷দলবেধে এগুলো কাজ করতাম শৈশব কাল কতই না ভালো ছিলো সবাই মিলে সব কাজে অনেক মজা করতাম আমরা ৷ ডালিম প্রতি বছরে কিন্তু পাওয়া যায় না সিজিনে সিজিনে আসে এই ফলটি ৷ সাধারনত এই ফলটি অনেক সুস্বাদু আর সবাই পছন্দ করে ৷ এই ফলে কিন্তু কোন ধরের ফরমালিন ব্যাবহার করা হয় না সাধারনত এবং কি এটাতে অত বেশি স্প্রে করাও লাগে না ৷ ফলে দেখা যায় ফলগুলো অনেক দিন পর্যন্ত ঠিকঠাক থাকে ৷ বেশির ভাগে মানুষ কিন্তু শহরের মানুষ গুলো এগুলো ফল বেশী পছন্দ করে ৷ কারন তারা শহরে এই গাছটি লাগানো সাধারনত জায়গা থাকে না সবকিছুতে দালানকোঠা দিয়ে ঢাকা থাকে ৷ তাই এই ডালিম ফলের প্রচলন আছে বলে উল্লেখ করা যায় ৷
সব ফলেরেই চাহিদা আছে তার চেয়ে ডালিম ও কিন্তু কম না ৷ সব জায়গায় কিন্তু এই ফল পাওয়া যায় না ৷ এই ফল দেখতেও যেমন সুন্দর তেমন টা খেতেও বেশ ভালোই লাগে ৷ এটাতে অনেক ভিটামিন ও আছে ৷ সাস্থের জন্যে ভালোই উপকারি ৷ তবে এই গাছের পাতাও অনেক উপকারি এই গাছের পাতা থেকে ওষুধ ও তৈরি হয় যা মানুষের জন্যে অনেক উপকারি ৷ যা মানুষের ওসুখ অতি তারাতারি নিরাময় করে ৷ ফলের ও অনেক গুন পাতার ও অনেক গুন পাওয়া যায় এই ডালিম ফলের গাছ থেকে ৷ ফলটি পাকলে অনেক সুন্দর দেখা যায় মনটা আর মানতেই চায় না ৷ এই ফলের ভিতরের কালার ও অনেক সুন্দর হয় এবং অনেক স্বাস থাকে ৷ এর ভিতরের বিচি গুলো চুসে খাওয়ার লাগে ভারি মিষ্টি করে ৷ আমি মনে করি ডালিম ফল ও বাংলাদেশের একটা অতি জনপ্রিয় ফল ৷ সব ফলেই জনপ্রিয় কারন সব ফলেই অনেক গুন থাকে যা আমাদের জন্য অনেক উপকারি ৷