হ্যালো,
ক্রিকেটীয় ভালোবাসা সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গতকাল রাতে নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিস দলের ৩ ম্যাচ সিরিজের ১ম ওয়ানডে ম্যাচ দেখলাম। দুটো দেশই এক কথায় অনেক ভালো ক্রিকেট খেলে। তবুও দুই দেশের ক্রিকেটীয় শক্তির বিবেচনায় নিউজিল্যান্ড দলকে এগিয়ে রাখা যায়। তবে আসল কথা হোলো নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিস দুটোই আমার পছন্দের দল, আর তাই খেলা দেখার আগ্রহটাও একটু বেশি ছিলো। এক দলের থেকে আরেক দলের বেশি ভালো খেলার এক চমৎকার লড়াই বলা যায়। তার মধ্যে নিউজিল্যান্ড দলের WILLIAMSON এবং ওয়েস্ট ইন্ডিস দলের POORAN দুজনই পছন্দের খেলোয়াড়, আবার সেই সাথে দুজন দু দলের কেপ্টেন হওয়ায় লড়াইটা যথেষ্ঠ মজা নিয়েই দেখেছি। আপনাদের ইচ্ছে হলে খেলার হাইলাইটস গুলো নেট থেকে দেখে নিতে পাড়েন।

SOURCE
খেলার শুরুতেই দেখা যায়, টসে জয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিস দল আগে বলিং এবং নিউজিল্যান্ড দলকে আগে ব্যাটিং এর মধ্য দিয়ে মোট ১০০ ওভারের চমৎকার খেলার মাধ্যমে জয়ের এক জার্নি। যেখানে দেখা যায়, নিউজিল্যান্ড দলের আক্রমণাত্মক ব্যাটিংকে অত্যন্ত চমৎকারভাবে নিয়ন্ত্রন করে যাচ্ছে বলিং এবং ফিল্ডিং এর মধ্যমে ওয়েস্ট ইন্ডিস দল। ওয়েস্ট ইন্ডিস দলের স্পীনার HOSSAIN এর বলে ৪১ রানে ১ম উইকেট যায় FINN ALLEN এবং তখন GUPTILL এর সাথে ব্যাট করতে নামে কেপ্টেন WILLIAMSON। কিন্তু ১১ ওভার চলা কালে ৫৩ রানের সময় আবারও HOSSAIN এর বলে আউট হয় GUPTILL। একইভাবে ১৫ ওভারের সময় ৬৩ রান হলে HOSSAIN তার ৩য় উইকেটে স্বীকার করে CONWAY কে। দেখে মনে হচ্ছিলো স্পীন এর কাছে বেসামাল হয়ে পড়েছে নিউজিল্যান্ড দলের ব্যাটসম্যানরা। তার পরেও কেপ্টেন WILLIAMSON মাথা ঠান্ডা রেখে একপাশ থেকে খেলে যাচ্ছিলেন LATHAM কে নিয়ে। দলীয় ৮৮ রানের সময় SINCLAIR এর স্পীন বলে আউট হয় LATHAM । তার একটু পরেই JOSEPH পেস বলে দলের ১১৬ রানের সময় আউট হয়ে যায় MITCHELL। সেই সাথে ১২২ রানের সময় আবারও JOSEPH এর বলে আউট হতে দখো যায় কেপ্টেন WILLIAMSON কে। নিউজিল্যান্ড দল ১৬২ রানে পৌছালে CARIAH এর স্পীন বলে আউট হয় BRACEWELL । আর তার পরেই দলের ১৮৯ রানের সময় HOLDER এর পর পর দুই উইকেট নেওয়ায় নিউজিল্যান্ড দল ৯ম উইকেট হারিয়ে দিসেহারা বলা যায়। আবশেষে পেস বোলার JOSEPH এর বলে দলীয় ১৯০ রানে নিউজিল্যান্ড ক্রিকেট দল অলআউট হয় ৪৫.৩ ওভারে। সত্যিকথা হোলো অত্যন্ত চমৎকার স্পীন এবং সাথে নিয়ন্ত্রিত পেস বলিং দেখতে পেয়েছি ওয়েস্ট ইন্ডিস দলের কাছ থেকে।

SOURCE
দ্বিতীয়ার্ধে ১৯১ রানের টার্গেটে যথেষ্ঠ রিল্যাক্সীং ও আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে ওয়েস্ট ইন্ডিস খেলা শুরু করে এবং ফলসরূপ ১৭ রানের সময় পেসার BOULT এর আউট সুইং বলে আউট হতে হয় KYLE MAYERS কে। কিছুক্ষণ HOPE এর চমৎকার ব্যাটিং এরপরেই দলীয় ৩৭ রানের সময় HOPE আউট হয় SOUTHEE এর পেস এ্যাটাকে। তবে অন্য দিকে BROOKS একপাশ আগলে রেখে ধারাবাহিক ভালো ব্যাটিং করে যাচ্ছিলো CARTY কে নিয়ে। দলের ৭৪ রানের সময় SANTER এর স্পীন বলে আউট হয় CARTY । সেই সাথে মাঠে BROOKS এর সাথে ব্যাট করতে নামে কেপ্টেন POORAN । তবে দলীয় ১৪৯ রানের সময় SOUTHEE এর পেস বলে আউট হয় কেপ্টেন POORAN। কিন্তু কথা হোলো ওয়েস্ট ইন্ডিস দল ততক্ষণে জয়ের কাছাকাছি চলে এসেছে। তার পরেও দলের ১৭২ রানের সময় BOULT এর বলে BROOKS এর ৭৯ রানে আউট হওয়া নিউজিল্যান্ডের জন্য কিছুটা আনন্দের ছিলো। আর সেই সাথে BLACKWOOD এবং HOLDER এর চমৎকার ফিনিসিং এর মধ্য দিয়ে ১১.১ ওভার বাকী থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিস দল। অভিনন্দন ওয়েস্ট ইন্ডিস ক্রিকেট দল এবং সেই সাথে নিউজিল্যান্ড দলের জন্য রইলো শুভকামনা।
অবশেষে বলতে হয়, কেপ্টেন WILLIAMSON এর দলের থেকে কেপ্টেন POORAN এর দল বেশি ভালো খেলার মাধ্যমে ৩ম্যাচ সিরিজের ১ম ম্যাচ জয়ের মাধ্যমে ১-০ তে এগিয়ে থাকলো ওয়েস্ট ইন্ডিস ক্রিকেট দল।
ধন্যবাদ।