হ্যালো ,
আশা করি সবাই খুব ভাল আছেন।
আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি।
আজকে আমি আপনাদেরকে HTML আর CSS ব্যবহার করে একটা রেস্পন্সিভ ওয়েবসাইট মেক করে দেখাবো। আমি প্রায় ৪ মাস ধরে Web Development শিখে আসছে। আমি আজকে আপনাদের সাথে আমরা মেক করে প্রথম ওয়েবসাইট বানানোর প্রসেসটা শেয়ার করবো। আমি আগে বলে নেই যে HTML কি। HTML হলো কোনো একটি ওয়েবসাইট এর হাড়. মানে bones . আমরা যেমন হাড় ছাড়া মানুষ হবো না. তেমনই HTML ছাড়া কোনো ওয়েবসাইট বানানো সম্ভবনা।
Today I will show you how to make a responsive website using HTML and CSS. I have been learning Web Development for about 4 months. Today I will share with you the process of making the first website we make. I haven't said before what HTML is. HTML is the backbone of a website. I mean bones. We would not be human without such bones. Similarly, it is possible to create a website without HTML.
অন্য দিকে CSS হলো স্টাইল শিট। সেটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটকে অনেক সুন্দর একটা লুক দিতে পারি। HTML এর ফুল ফর্ম - Huper text Markup ৯ Language . আর CSS এর ফুল ফর্ম - Cascaded Style Sheet . আমাদেরকে এইসব language গুলো একটি টেক্সট এডিটর এ ইনপুট করতে হবে। এবং আমরা আমাদের আউটপুট এ আমাদের ওয়েবসাইটটি পাবো।
On the other hand CSS is a style sheet. With that we can give our website a much nicer look. HTML Full Form - Hyper text Markup Language. And CSS Full Form - Cascaded Style Sheet. We need to input these languages into a text editor. And we get our website at our output.
আমার এই ওয়েবসাইট টা এনিমেটেড ওয়েবসাইট। কিন্তু আমি স্ক্রিনশুট করতে সেটা স্থির মনে হচ্ছে। কিন্তু আসলে এটা এনিমেটেড ওয়েবসাইট। একটা ইম্পরট্যান্ট জিনিস যে। যদি আমরা HTML শিটটাকে সেভ করি তাহলে সেটার এক্সটেনশন .html দিতে হয়। আর না হয় সেটা ওয়ার্ড ফাইল আকারে সেভ হবে। আবার css এর এক্সটেনশনএ ও .css দিতে হয়
My website is an animated website. But it seems static for me to do a screenshot. But in fact it is an animated website.That's an important thing. If we save the HTML sheet, we have to give the extension .html. Otherwise it will be saved in the form of word file. Again, you have to give css extension and .css
আমি টেক্সট এডিটর হিসেবে - sublime টেক্সট এডিটর ব্যবহার করেছি। কিন্তু আপনারা যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন
I have used sublime text editor as a text editor. But you can use any text editor
- This is a CSS file
সব শেষে আমরা এই beautiful ওয়েবসাইটটি পাবো ।
At the end of it all we will get this beautiful website .
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , সবার সুসাস্থ কামনা করছি , সবাইকে অনেক ধন্যবাদ।
I wish you all good health, I wish you all good health, thank you very much.