জীবনের চলার পথে কত বাধা বিপত্তি পার করতে হয়। আর সেটাযে কাটিয়ে সামনের দিকে আগানোটা সম্পর্ণ আপনার উপর নির্ভর করে। আপনার মানুবল যত শক্ত থাকবে তত সহজে আপনি আপনার বিপদ গুলো থেকে মুক্ত হতে পারবেন। আসলে অনেকেই বিপদগুলোকে অনেক বড় করে দেখে। সত্যি বলতে কিছুই না। আপনার মন যত শক্ত থাকবে আপনি আপনার বিপদ গুলো থেকে তত সহজে বের হয়ে আসতে পারবেন। সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনি যখন ভেঙে পড়েন। আসলে সময় কারো জন্যই অপেক্ষা করে না। সময়ের সাথে সাথে আপনার সমস্যার সমাধান হবে। কিন্তু আপনাকে তো ধৈর্য ধরতে হবে। সব থেকে বড় হচ্ছে নিজের মনুবল আর সময়।
আর সত্যি কথা বলতে গেলে আমরা বেশি ভাগ সময় নিজেদের ভবিষ্যত সম্পকে তেমন বেশি একটা কদরই করি না। আর এটাই আমাদের সব থেকে বড় ভুল। হয়কি আমরা আমাদের বর্তমান আর ভবিষ্যত কে ফেলে অতীতের কোথায় মগ্ন থাকি। আর এটা শুধু আমরা না। আমাদের মানুষ জাতিটাই এমন। আজকে আর কালকের কথা বাদ দিয়ে সে গতকালের কথা নিয়ে ভাবে। আর আপনি এটা একটু গভীর ভাবে ভেবে দেখুন। আপনিও এমনি। আসলে এটা মানুষেরই একটি অভ্যাস। এটাকে যদি আপনি পরিবর্তন না করতে পারেন তাহলে আপনি আপনার জীবনকে অন্ধকারের মধ্যেই ফেলে রাখবেন। আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন না।
যেহেতো আপনাকে জীবনের বড় কিছু করতে হবে তাহলে আপনাকে বর্তমান আর ভবিষ্যতের কথা ভাবতে হবে। আর ভবিষ্যতের কথা বলছি সেই জন্য কিন্তু শুধু ভবিষ্যত নিয়েই পরে থাকলে হবে কিভাবে। আপনার বর্তমানের কর্মের ফলই তো আপনি ভবিষৎতের ফল হিসাবে ভোগ করবেন। এটা তো আর বলার উপেক্ষা রাখে না। যাই হোক , এমনও মানুষ আছে যারা শুধু তাদের ভবিষ্যত নিয়েই পরে থাকে। আসলে কিছু বলার নেই , যারা ভবিষ্যত নিয়ে এত ভাবে তাহলে বর্তমান কে কেন প্রাধান্য দেয় না ? উনারা কি জানেনা যে বর্তমানের কর্মের ফলই হচ্ছে ভবিষ্যত।
আপনাকে জীবনের প্রতিটা পদে পদে বাধা বিপত্তির অতিক্রম করতে হবে। আর সেই জন্য কি আপনাকে থেমে থাকলে হবে ? আর সেই জীবনটাতো আপনারই আপনাকেই গুছিয়ে তুলতে হবে। আপনার সাথী কেউ হবে না তখন। কারণ পৃথিবীতে সবাই এখন নিজেদের চিন্তায় বেস্ত কেউ কারো পরওয়া করে না। কিন্তু আপনার যখন অর্থসম্পদ হবে তখন আপনাকে সবাই দাম দিবে। কেউ আপনাকে ফেলে রাখবেন। এই পৃথিবীটা এমন হয়েছে যে যার আছে তার সবই আছে আর যার নেই তার কিছুই নেই। এভাবে চললে তো পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের মুখে পতিত হবে।
আজকে এই পৃথিবীটা বড়ই আজব হয়ে গিয়েছে। কেউ কেউ তো নিজের রক্তের সম্পর্ককেও ভুলে যায় সেই অর্থের কারনে। আসলে কি আমাদেরকে এখন উৎসাহ দেয়ার মতো কেউ নেই। সম্পূর্ণ পথ একা একই চলতে হবে। আর আপনাকেই সব বাধা বিপত্তির মোকাবেলা করতে হবে। এটাই জীবন। আর আপনাকে বর্তমানের কথা চিন্তা করে চলতে হবে যাতে করে আপনার ভবিষ্যৎ উজ্জল হয়।