বিগত এক বছর ধরে জলের কষ্ট করেছি। অনেক দূর থেকে জল নিয়ে আসতাম। নতুন জায়গায় এসে বাড়ি করার পর অনেক কষ্ট করতে হয়। দীর্ঘ এক বছর পর সাব মার্শাল কল বসিয়েছি । আমরা 200 ফুট বোরিং করেছি। পরবর্তীতে যাতে মোটর বসাতে পারি সেই ভাবে কল বসিয়েছি। এখন আমাদের বাড়িতে কারেন্ট নেই।সোলার দিয়ে ফোন লাইট জ্বালায়। যখন কারেন্ট আসবে তখন কারেন্ট নেব। কল তুলে ফেলে মোটর বসাবো।
কিছুদিন আগে আমি বাবার সাথে মেমারী শহরে গিয়েছিলাম। বাবা আর আমি কলের সমস্ত জিনিস কিনেছিলাম। তাঁর কয়েকদিন আগে কল মিস্ত্রি একটা লিস্ট দিয়েছিল। আমরা সেই লিস্ট অনুযায়ী সকল জিনিস নিয়ে আসি।
তার কিছু দিন পর মিস্ত্রি সমস্ত যন্ত্রপাতি নিয়ে আসে। পরের দিন 6 জন কল বসানোর কাজ শুরু করে। দুই দিন কাজ করে কল বসানো কমপ্লিট হয়েছিলো।35000 টাকা খরচ করে আমরা কলটা বসায়।
আমি সমস্ত ছবির মধ্যে দিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে কল বসানো হয়েছিল।আশা করি পোস্ট টি ভালো লাগবে। আমার ছবিগুলি ভালো লাগলে সাপোর্ট করবেন অবশ্যই। সকলের কাছে অনুরোধ রইলো।
কল পাইপের দোকানের ছবি
কল বসানোর সমস্ত জিনিস নিয়ে বাড়িতে ফেরার সময়
কল বসানোর জন্য জলের জন্য গর্ত খনন
তিনটি বড় বাঁশ স্থাপন
এবার লোহার পাইপ গুলো বসানো
গর্ত করে পাইপ মাটির নিচে প্রবেশ
গভীর করার সময় পাউডার ব্যবহার যাঁতে হল গ্যাস না হয়
লোহার পাইপ তুলে ফেলে প্লাস্টিকের পাইপ স্থাপন
200 ফুট বোরিং করার পর
জল পরিস্কার করার মেশিন
কল সেটিং আর সময়
জল অস করার সময়
কল বসানোর সময়
পুরোপুরি কল বসানোর পরের ছবি