আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন।
চলছে পবিত্র মাস রমজান। দেখতে দেখতে অনেকগুলো দিনে পার করে ফেলেছি আমরা। কিছুদিন পরই দীর্ঘ একমাস রোযা শেষে ঈদ আমাদের মাঝে আনন্দ নিয়ে হাজির হবে। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। যারা চাইলেও একটু ভালোভাবে ঈদটাকে উপভোগ করতে পারেনা। তাছাড়া বর্তমানে দ্রব্যমুল্যের অস্বাভাবিক হারে ঊর্ধ্বগতি নিন্ম-মধ্যবিত্ত থেকে শুরু করে ঘরছাড়া মানুষগুলোকে একেবারে অসহায় করে তুলেছে৷
তাই এই ঈদে কিছু পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফুটানোর উদ্দেশ্যে আমরা বন্ধুরা মিলে আমাদের এলাকায় কিছু পরিবারের মধ্যে ঈদ-সামগ্রী বিতরন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।
প্রাথমিকভাবে ৪০ টি পরিবারের মধ্যে আমরা ঈদ-সামগ্রী বিতরন করতে চাই। যেমন সেমাই, চিনি, দুধ, চাল, নুডুলস, পেয়াজ, ডাল, তেল ইত্যাদি। গতবারও ঈদেও ২৫ টি পরিবারের মধ্যে ঈদ-সামগ্রী বিতরন করেছিলাম। সেবার আমাদের মোট খরচের পরিমান ছিলো ২০,০০০ টাকার মত। সেবার হঠাৎ করেই পরিকল্পনা আর সেই অনুযায়ী কাজ। তাই চাওয়া সত্ত্বেও অনেক কিছু করা হয়ে উঠেনি। কিন্তু এবার আমরা আরো বেশ কিছু পরিবারকে সাহায্য করতে চাই। তাই আগেভাগেই কাজ শুরু করা।
আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিলো আমরা কন্ট্রিবিউট করেছি। কিন্তু এই পরিকল্পনাকে সফল করতে প্রয়োজন আরো বেশ কিছু মানুষের কন্ট্রিবিশনের। আপনার আমার একটু সাহায্য যদি কিছু মানুষের মুখে হাসি ফুটায়, কিছু মানুষের ঈদের দিনটাকে আরো রাঙিয়ে তোলে তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে!

আপনি যদি আমাদের এই মানবিক পদক্ষেপে এগিয়ে আসতে চান তাহলে আপনি হাইভ / এইচবিডি (HIVE/HBD) পাঠিয়ে দিতে পারেন আমাদের কমিউনিটির @bdcharity তে অথবা সরাসরি পাঠিয়ে দিতে পারেন আমার একাউন্টে @sourovafrin। এছাড়াও যদি কেউ টাকা দিয়ে সহযোগিতা করতে চান সেক্ষেত্রে আমাকে ডিস্কর্ডে মেসেজ দিতে পারেন। কেউ যদি তার ডোনেশন গোপন রাখতে চান সেই ক্ষেত্রেও আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন।
আশা করছি সকলের সহায়তায় আমরা অসহায়, এতিম এবং দরিদ্র্যে জর্জরিত মানুষগুলোর পাশে দাড়াতে পারবো। ইনশাল্লাহ পরবর্তীতে আমি সকল আপডেট পরবর্তী কোন পোস্টে জানিয়ে দেয়া হবে।
ঈদের আনন্দ হোক সবার জন্য। ধন্যবাদ।
Summery in English
This post is all about a charity work that we are going to do this upcoming Eid. We are going to buy foods with all the money collected from this post reward and direct donation which can be sent to @bdcharity or directly to @sourovafrin. We will try to help at least 40 families and you can see the approximate cost in the picture above.