
অফিস থেকে পাঠাও বাইকে করে আসতেছি। হাতে এক গুচ্ছো কদম ফুল। আসার পথেই, হাতিরঝিল থেকে ৬টা কদম ফুল কিনলাম। এক বুড়ো লোক বিক্রি করছিলো। কদম গুলি অনেকটা শুকিয়ে গেছে যদিও।
যাহোক, মধুবাগের জ্যামে আটকিয়ে আছি। হঠাৎ দেখলাম একটা ছেলে, নারুটোর গেঞ্জি গায়ে রাস্তা পার হচ্ছে। কাছে আসতে আসতে ছেলেটা আমার কাছেই এসে পড়লো। বয়স ১৪-১৫ হবে। ঠিক আমার বাইকের সামনে এসে দাঁড়িয়ে কি যেনো বললো। আমি কান থেকে হেডফোন খুলতেই, সে আবার বললো
ছেলেটা একটু ইতস্তত হয়ে, একই সাথে একটু দুঃখী হয়ে বললো আচ্ছা আচ্ছা। সর্যি ভাই। আসলে আম্মুর কদম অনেক পছন্দ তো....
বলে অপর দিক ঘুরে হাটা দিতে উদ্যত হলো। আমি খুব সাবধানে, বেছে সবচেয়ে সুন্দর ফুলটা বের করে "ভাই" বলে তাকে ডাক দিলাম। ছেলেটাকে ফুলটা দেয়ার সাথে সাথেই, আমার রাইডার বাইক নিয়ে টান দিলো। ছেলেটাকে পিছন ফিরে দেখতেও পারলাম না ভালো করে।
ফ্লাই-ওভার এ উঠার পর মনে হইলো, একটা ফুল দিলাম মাত্র! আরেকটা দিতেই পারতাম।
— আজ বর্ষার প্রথম দিন না