আসসালামু আলাইকুম বন্ধুরা
কেমন আছেন সবাই?? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানিয়ে নিলাম কেক। কিছু সহজ উপকরণ দিয়ে খুব মজাদার পেস্ট্রি কেক। বানানো কিন্তু একদমই সহজ।এবং খেতেও অনেক বেশি মজা। আমি যেই পরিমাপগুলো দেখিয়েছি সেই অনুযায়ী বানালে কেকটি অনেক বেশি সুন্দর হবে , সফ্ট হবে এবং ভেতর থেকে পুরোপুরি বেক হবে ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে আমরা সবাই মিলে ভিডিওটি দেখে আসি,
আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেকটিতে আমি যে যে উপকরণ ব্যবহার করেছি সেটিকে ভালো করে ফলো করে কেক বানানোর মোল্ড এর ভিতরে মিশ্রণটি ঢেলে বেক করে কেকের সাইজ অনুযায়ী এটিকে স্লাইস করে হুইপ ক্রিম ইলেকট্রিক বিটারের সাহায্যে অনেক সময় ধরে ভালোভাবে ব্লেন্ড করে কেকটিকে ডেকোরেশন করলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার কেক। আপনাদের বোঝার সুবিধার্থে বরাবরের মতো আজকেও আমি সকল উপকরণ গুলো নিচে উল্লেখ করে দিচ্ছি,
পেস্ট্রি কেক
উপকরণ
১.ডিম,
২.চিনি ,
৩.তেল,
৪.বেকিং পাউডার,
৫.গুঁড়ো দুধ,
৬.ময়দা,
৭.সুগার সিরাপ,
৮.ডেকোরেশনের জন্য হুইপ ক্রিম।
তৈরি হয়ে গেল আমাদের মজাদার পেস্ট্রি কেক। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে আপনারা সব সময় আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আরো সুন্দর সুন্দর ভিডিও এবং মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো।আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
My YouTube channel link :👇👇👇
https://youtube.com/@TathoyAfroz?si=06hcuj8WFunu_2Pd