আসসালামু আলাইকুম। assalamualaikum.
Hello friends, my name is Delwar, my village home is Laxmipur district, I have been in Dhaka for so long, but due to Corona's situation I had to move to the village. I am married, I am 31, I have one child, I love God above all. I am a normal, humble person. I like to travel all the time, of course for this I have to gossip in the family almost all the time, because I like to travel alone.
হ্যালো বন্ধুরা, আমার নাম দেলোয়ার, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর ডিস্ট্রিক, আমি ঢাকায় ছিলাম এতদিন, কিন্তু করোনার পরিস্থিতির কারণে আমাকে গ্রামে চলে আসতে হয়েছে।আমি বিবাহিত, আমার বয়স 31, আমার এক সন্তান রয়েছে,আমি আল্লাহকে সর্বোপরি ভালোবাসি।আমি একজন সাধারন, নম্র ব্যক্তি।আমি সব সময় ঘুরতে পছন্দ করি,অবশ্য এই জন্য আমাকে প্রায় সময় ফ্যামিলিতে বকা খেতে হয়, যেহেতু আমি একা ঘুরতে পছন্দ করি সেজন্য।
I have been wanting to do something online for a long time, but I couldn't find it because I didn't know much. I found out about Hi Blog through a friend of mine. I want to share my blogs with you. I hope everyone will support me. In a nutshell, I have shared my words with you, forgive me for my mistakes.
আমার অনেকদিন থেকে অনলাইনে কিছু করার ইচ্ছে, কিন্তু তেমন কিছু না জানার কারণে খুঁজে পাচ্ছিলাম না, আমার এক বন্ধুর মাধ্যমে হাই ব্লগের ব্যাপারে জানতে পেরেছি, আমি আমার ব্লগ গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, আশাকরি আমাকে সবাই সাপোর্ট দিবেন।অতি সংক্ষেপে আমি আমার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন।