আসসালামু আলাইকুম। আসা করি সবাই ভালো আছেন । বেশ অনেকদিন হয়ে গিয়েছে আমার কোন ব্লগ পোস্ট করা হয় না। আসাইনমেন্ট ও কলেজের কাজে ব্যস্ত থাকার কারনেই আশে লেখালেখি করা হয়ে ওঠেনি এতদিন। তবে অনেকদিন পর আপনাদের সকলের সাথে এক বিশেষ অনুভূতি ভাগ করবার জন্য ফিরে এলাম। বেশ কিছুদিন ধরেই নতুন একটি ফোন কেনার চিন্তাভাবনা ছিল আমার। তবে আমার কিছুদিন আগেই কম্পিউটার কেনার কারনে হাতের অবস্থা খুব একটা ভালো ছিল না। আর এই কম্পিউটারও হাইভ এর টাকার মাধ্যমেই অনেকটা পরিশোধ করেছিলাম।
আমার ইচ্ছে ছিল আরও কিছুদিন পর ফোনটা কিনব তবে আগের ফোনটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমার কলেজের ক্লাস ও আসাইনমেন্ট করতে বেশ কষ্ট হচ্ছিল। তাই ১১ তারিক লকডাউন খোলার পর আমি আমার হাইব থেকে জমানো কিছু টাকা ও আমার ছোট খালার দেওয়া টাকা নিয়ে আমার পছন্দের ফোনটি কিনটে যাওয়ার প্লান করি। তো সেই প্ল্যান অনুযায়ী আমি আমার বন্ধুকে নিয়ে ১১ তারিক সকালে রওনা হই ঢাকা বসুন্ধরা শপিং মলের উদ্দেশ্যে। খুব সকালে যাবার কারনে খুব সহজেই বাস পেয়ে যায় ও খুব তারাতাড়ি এ পৌছে গিয়েছিলাম। তবে একদম কাছাকাছি গিয়ে বিশাল জাম লাগার কারনে বাকিটা পথ হেটেই যেতে হয়।
![]() | ![]() |
---|
এরপর শপিং মলের ভেতর প্রবেশ করে দেখতে পেলাম অনেক মানুষ। অনেকদিন শপিংমল বন্ধ থাকার কারনে অনেকেই ওইদিন কেনাকাটা করবার জন্য ভির জমায়। তবে আমরা বেশি দেরি না করে দোকান ঘুরে কিনে ফেললাম আমার পছন্দের ফোনটি। আমি শাওমি ব্রান্ডের " Redmi Note 10pro " ফোনটা কিনে ফেললাম। যার স্টোরেজ 6/128 GB. এতা আমার সবচেয়ে পছন্দের ফোন হবার মূল কারন হলো এতে ব্যাবহার করা হয়েছে 64 mega pixel ক্যামেরা, Snapdragon 720g ও 120 hz refresh rate. সব মিলিয়ে মিদ রেনজ এর ভেতর সেরা ফোন বলে আমি মনে করি।
![]() | ![]() |
---|
অতপর ফোন কেনা শেষে বাড়ি ফিরে আসার পথেই নামে প্রছুর বৃষ্টি । ফলে শপিং মলের ভেতরেই অপেক্ষা করতে হয় অনেক্ক্ষণ । বৃষ্টি কিছুটা কমে এলে আমি আর আমার বন্ধু বের হয়ে কিছু নাস্তা করে গাড়ির জন্য অনেক সময় অপেক্ষা করে গাড়িতে উঠে বাড়ির দিকে রউনা দিলাম। এরপর সাভার পৌছে বন্ধুকে ট্রিট দেওয়ার জন্য বাস থেকে নেমে যায় হাজী নান্না তে। সেখানে গিয়ে দুই বন্ধু আরাম করে খেয়ে আমার নতুন ফোন কেনার আনন্দ উৎযাপন করি।
আশলে নিজের টাকায় নিজের চাহিদা মেটানোর মত সুখ আর হয়না। সখ আল্লাদ গুলো নিজের টাকায় পূরন করার অনুভূতিটাই আলাদা। দোয়া করি যেন সবাই এই মহামারীর সময় যেন ভালো থাকে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোন ব্লগে।
ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।
@troublemakerrr