বাংলাদেশের করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে প্রায় প্রতিদিনই। প্রতিদিনই বড় সংখ্যাতে মানুষ আক্রান্ত হচ্ছে ও প্রতিদিনই কিছু মানুষ মারা যাচ্ছে। কিছুদিন পর পর এ আসছে নতুন নতুন "Variant" এর ভাইরাস। সুধু কোভিড নয় কোভিডের বাইরেও অনেক ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বলতে গেলে পৃথিবী ভালো নেই। মানুষের জীবন যাপন পুরোটাই পালটে গেছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পড়া-লেখা প্রায় বন্ধ বললেই চলে। এই সময়ে অনলাইনে টুক টাক ক্লাস করা আর কাগজ ভরে ভরে "Assignment " করা ছাড়া আর কিছুই করার নেই।
প্রায় দেড় বছর হতে চলেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমাদের আগে এক ব্যাচ "Auto pass " নিয়ে অনেকটা ঝুলেই আছে। আমাদের এবারের এপ্রিল মাসে H.S.C অর্থাৎ Intermediate exam হবার কথা ছিল। তবে তা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে হয় নি। সব মিলিয়ে এখন আমাদের ব্যাচও ওই "Auto pass" এর দিকেই ধাবিত হচ্ছে। আমাদেরও হয়তো আমাদের আগের ব্যাচের মতো করেই ঝুলে থাকতে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়েই। আমাদের বয়স তো কম আমাদের অতটা সমস্যা নেই তবে যারা কিনা মাস্টার্স এর পরিক্ষা দিয়েছিলেন তাদের তো আজও রেজাল্ট ও দেইনি। এই রেজাল্ট এর ফলে অনেকেই বেকের বসে আছেন কোন চাকরি হচ্ছে না এই কারণে।
![]() | ![]() |
---|
অনেকেই আবার বেছে নিয়েছেন অনলাইনে বিভিন্ন আয়-রোজগারের পথ। আবার আমাদের মধ্যে অনেকেই আবার ঝরে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে অনেকেই পড়াশোনা বাদ দিয়ে বিভিন্ন কাজ, ব্যাবসা-বানিজ্যে জড়িয়ে পড়েছে। অনেক মেয়েদের আবার বিয়ে হয়ে গিয়েছে। সব মিলিয়ে কোন কিছুই ঠিক নেই মনে হচ্ছে। সব কিছুই যেন কেমন অগোছালো মনে হচ্ছে। পৃথিবীর সব নিয়ম কানুন যেন কেমন করে পাল্টে যাচ্ছে। কবে আবার সাধারণ জীবনে ফিরে আসতে পারব জানা নেই। হয়তোবা খুব তারাতাড়ি অথবা কখনোই না।
যাই হোক "Assignment" করতে করতে কথা গুলো মাথায় ঘুরছিলো৷ ভাবলাম সবার সাথে শেয়ার করি। আরও অনেক লেখা বাকি আছে বাপু। আরও অনেক কিছু মাথায় ঘুরতে থাললেও লিখতে পারছি না সময় এর অভাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।