একটি সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি এবং এই কনটেন্টটি তৈরি করা হয়েছে, আশা করি সবার এ গল্পটি পড়ে ভাল লাগবে।
(সমাপ্তির অসমাপ্ত গল্প)
পার্ট: ১
আমাদের সমাজে অহর অহর হাজারো মানুষ ছুটেই চলছে কেউ মরীচিকার পিছনে কেউ বা সুখের পিছনে,এই বোকা মানুষগুলো জীবন ভর ছুটতে থাকে,,অথচ বোকা মানুষগুলো জানে না,,সুখের সময়গুলো' সে প্রতিনিয়ত অতীত বানিয়ে পিছনে ফেলে যাচ্ছে।
আবার কেউ বা ভালোবাসার পিছনে, কখনো কখনো এই ভালোবাসা গুলো ও না রং বদলায়।
যখন ছেলে মেয়ে ২জনি ভাবে ওদের সম্পর্ক একটা পুণ্যতা পাক , অথবা বিয়ে পর্যন্ত গড়াক, সুন্দর একটা মিল হোক এমন কিছু , কিন্তু যখন ছেলে আর মেয়টি এটা ভাবে তখন পরিবার না করে যখন পরিবার ভাবে তখন সমাজ না করে , আর যখন সমাজ আর পরিবার ভাবে, তখন ছেলে অথবা মেয়ে কেউ একজন আর ভাবে না, তখন সম্পর্ক গুলো আর পুণ্যতা পায় না অপুণ্য রয়ে যায় সম্পর্ক টা ।
এমন হাজারো সম্পর্ক আছে আমাদের এই সমাজে , আজকে এমনি একটা ভালোবাসার গল্প আপনাদের বলতে যাচ্চি ❤ বাস্তব জীবন থেকে নেওয়া একটি গল্প❤
মেঘ এই গল্পের মহারানীর নাম, পরিবারের ছোট মেয়ে তো সবারি আদরের দুলালি। আদরের দুলালি গুলো একটু রাগী হয় সাভাবিক,তবে সমাজের ৮-১০ টা মেয়ের মত না মেঘ একটু আলাদা , একটু না পুরাই,
মোটামুটি সব বান্ধবীদের রিলেশেন আছে কিন্তু মেঘের নাই, কেননা মেঘ ছেলেদের সহ্য করতে পারতো না।
কিন্তু বান্ধবীরা যখন ওদের বড়ফ্রেন্ডের সাথে কথা বলত, মেঘ বলতো ছেলেরা রিয়েলি ভালোবাসাতে জানে না, তখন একটা বান্ধবী বললো চল তাহলে তুই যদি আমার বয়ফ্রেন্ড কে পটিয়ে দেখাতে পারিস।
তাহলে তুই সঠিক আমরা ভুল প্রমাণিত হবো, মেঘ বান্ধুবীর লাভারের সাথে রং নাম্বারে কথা বলার দুইদিনের মধ্যেই ছেলেটা মেঘকে প্রোপোজ করে ফেলেছে,মেঘ বলে ভালোবাসলে হবে না, চলো পালিয়ে বিয়ে করে ফেলি।
বান্ধুবীর লাভার তাতে ও রাজি হয়ে যাই,আর মেঘ সব কথা রেকোড করে সবাইকে শুনাই।
এবং মেঘ সাকসেস বান্ধবীরা ভুল প্রমানিত হলো, 🤓 আর সেই মেঘ নাকি এখন কারো প্রেমে হাবুডুবু খাচ্ছে, 😇ভাবা যায় বিষয়টা 😇
👥তার প্রেমের বিষয়টা না হয় নেক্সট পার্টেই হোক 🙏
,,,,,, চলবে,,,,,,,
( বি দ্র: ভুলভ্রান্তি ক্ষমার দ্রস্টিতে দেখবেন)
নেক্সট পার্ট খুব শিগ্রই আসবে, 🙏 ধন্যবাদ সবাইকে 🙏