আসসালামু আলাইকুম।
প্রতিটি শিশুর মানসিক বিকাশ তার পরিবার থেকেই হয়ে থাকে। বাবা-মায়ের কাছ থেকেই শিশুরা জীবন সম্পর্কে ওদের মত করে জানতে পারে। কোনটা ভালো, কোনটা মন্দ, নিত্যদিনের ছোট ছোট অভ্যাস এগুলো সম্পর্কে ছোট বেলা থেকেই একটু একটু করে ধারনা দিতে হয়। তবে মনে রাখতে হবে বাচ্চাদের কখনওই অতিরিক্ত চাপ সৃষ্টি করে কোন কিছ শেখানো উচিৎ না, তাহলে ওদের মধ্যে একটা ভীতি তৈরি হয় এবং পরবর্তীতে এই সমস্যাটা থেকেই যায়।
এই বিষয়টি উপলব্ধি করে আমি সবসময় আমার বাচ্চাকে আনন্দময় ভাবে সব কিছু শেখানোর চেষ্টা করি। এই উপলব্ধি থেকেই আমার ছেলের জন্য একটা কার্টুন তৈরি করেছি যেখানে গল্পে গল্পে সে অনেক কিছু জানতে পারে এবং "বর্ণমালা পরিচয়" শিখতে পারে।
যাদের বাসায় ছোট ছোট শিশু আছে তাদের নিয়ে এই ভিডিও টি উপভোগ করলে আমি খুবই খুশি হব। সেই সাথে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত / উপদেশ জানালে উপকৃত হব। আমার পড়ানোর পদ্ধতিতে যদি কোন ভুল থেকে থাকে তা জানালে পরবর্তী ভিডিওতে তা শুধরে নেব ইনশাআল্লাহ।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।