ENGLISH
PHOTOGRAPHY
Image created canva.com
Hello friends, I hope you are all well. I came to your community with some photography. Which I collected while traveling in Sariakandi with my elder brother and Bhabi. I like to travel. So when my brothers go on a trip, I must go with them and enjoy the trip. In that case I have collected some photography. Which I will present to you today.
The pictures were taken by my cousin. He has a DSLR camera, he can do very beautiful photography and he collects pictures of most insects and works with them. I wanted to bring him under this social network. But he did not want to come because he is busy with his personal work. When he is free from it, of course he will contact me and open a new account with you. I'm waiting for her and she can create some very nice photography that you will love.
There are rivers in Sariakandi and dams have been built along the river. Bhabhi and I were standing on the embankment. My cousin took the pictures then. How are they? He should be given 100 out of 100 credits. She can take very nice pictures. Let me know in the comments what you think. I will be present with your new picture later. Stay well Stay healthy. Assalamu Alaikum.
বাংলা
ফটোগ্রাফি
Image created canva.com
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের কমিউনিটিতে আমি কিছু ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হলাম। যেগুলো আমি আমার বড় ভাইয়ের সঙ্গে এবং ভাবির সঙ্গে সারিয়াকান্দিতে ভ্রমণ করতে গিয়ে সংগ্রহ করেছিলাম। আমি ভ্রমণ করতে পছন্দ করি। তাই আমার ভাইয়ারা যখন ভ্রমণ করতে যায়, তখন অবশ্যই আমি তাদের সঙ্গে যাই এবং সেখানে গিয়ে ভ্রমণ উপভোগ করি। সে ক্ষেত্রে আমি কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছি। যেগুলো আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব।
ছবিগুলো তুলেছে আমার মামাতো ভাই। তার ডিএসএলআর ক্যামেরা আছে সে খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারে এবং সে বেশিরভাগ পোকামাকড়ের ছবি সংগ্রহ করে এবং সেগুলো দিয়ে কাজ করে। আমি তাকে এই সোস্যাল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে চেয়েছি। কিন্তু সে আসতে চাইনি কারণ সে নিজের পার্সোনাল কাজে ব্যস্ত থাকে। যখন সে তার কাছ থেকে ফ্রি হবে তখন অবশ্য আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের সঙ্গে নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করবে। আমি তার অপেক্ষায় আছি এবং সে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি তৈরি করতে পারে যেগুলো আপনাদের খুব ভাল লাগবে।
সারিয়াকান্দিতে নদী আছে এবং নদীর পাশে বাঁধ তৈরি করা আছে। আমি এবং আমার ভাবি বাঁধের উপরে দাঁড়িয়ে ছিলাম। আমার মামাতো ভাই তখন ছবিগুলো তুলেছেন। সেগুলো কেমন হয়েছে? তাকে ১০০ তে ১০০ ক্রেডিট দেওয়া উচিত। সে খুব সুন্দর ছবি তুলতে পারে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে অবশ্যই আপনাদের নতুন ছবি নিয়ে উপস্থিত থাকব। ভালো থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।