
সে সুন্দর জায়গাটির নাম হচ্ছে "বাংলার তাজমহল"।এই তাজমহল টি বানিয়ে ছিলো "আহসানুল্লাহ মনি"। তিনি একজন চলচ্চিত্র নির্মাতা ২০০৮ সালের ডিসেম্বরে তার 'তাজমহলের কপিক্যাট সংস্করণ' প্রকল্পের ঘোষণা করেন।এবং পরবর্তীতে তিনি সেটি নির্মাণ করেন।
এটি তৈরি করা হয় ভারতের তাজমহল কে দেখে যাকে আমরা " copy"বলে থাকি।এই তাজমহল টি মুলত তৈরি করা হয় সিনেমার শুটিং এর জন্য। কিন্তু এটি আজ "Tourist Spot"হয়ে গেছে।হাজার হাজার মানুষ যাচ্ছে সে স্থানটি পরিদর্শনের জন্য।
এবং সেটির সাথে ছিলো " সিনেমা হল", ছিলো আগের দিনে সিনেমার কাজে ব্যবহার ক্রিত নানান ক্যামেরা,সিনেমার জন্য লাইট ইত্যাদি। আরও ছিলো খুবই সুন্দর করে বানানো কিছু memo
আবার সেখানে ছিলো বাংলাদেশের তথাকথিত একটি গল্পের দৃশ্য। যাকে বলা হয় "বেহুলা লক্ষিন্দর"। বেহুলার সাথে বিয়ে হয়ার পরই তার স্বামীকে একটি সাপ জখম করে।বেহুলা নানান পরিক্ষা এবং অনেক কষ্ট করে তার স্বামীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। এটি নিয়েই ছিলো সেই গল্পটি।
এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ২০ মাইল উত্তর পূর্বে সোনারগাঁওয়ের পেরাবে তে নির্মিত হয়।
▶️ DTube