বন্ধুরা,
আমি ভারতের একজন নাগরিক হিসেবে অনেকের মনের কথার ভিত্তিতেই লেখার শীর্ষক টি বেছে নিয়েছি।
না! এপাকা সে পাকা নয়! ওই পাকা তো অনেকদিন আগেই পেকেছি।🙏
আজ যে পাকার কথা বলছি সেটা হল ওই আম পাকা , জাম পাকার মত ব্যাপার।
আম গাছের আমগুলো যেমন সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে গরমে; ঠিক তেমনি আমিও বাইরে যাচ্ছি সাদা কিন্তু ফিরছি কালো হয়ে।
কোনদিন যে গিন্নি বলবে বাবু বাড়িতে নেই, পরে আসুন কে জানে?
এমনিতেই তো সেই প্রেম আর নেই, সব ওই সংসারের জাতাকলে পিষে ছাতু হয়ে গেছে।
এই ছাতুর কথায় মনে হলো, গরমে ছাতুর সরবত কিন্তু খুব উপকারী শরীরের জন্য।
কিন্তু দুঃখের বিষয়, আমি কারোর উপকারে আসছি না; তাই জাতাকল এ ছাতু হয়ে বিশেষ লাভ হচ্ছে না।
না মানে বলতে চাইছি নূন্যতম সরবৎ করতে যদি কাজে আসতাম!🙄 একটা সুন্দর ঠোঁটের ছোঁয়া তো পেতে পারতাম।😉
এই রে ঝপ করে মুখ ফস্কে কেমন মনের কথা বেরিয়ে গেলো, আমার মুখটাও হয়েছে তেমনি, যা আছে বাবা ভেতরেই রাখ! তা না গরমে সেও কেমন যেনো পিছলে যাচ্ছে।🥺
আরে ওই তো সেদিন, একটি high school এর পাশ দিয়ে যেতে যেতে দেখলাম, সব স্টুডেন্ট এর মায়েরা কেমন ছাতুর সরবৎ খাচ্ছে ভীড় করে; সেটা থেকেই মনের মধ্যে একটু কেমন কেমন ইচ্ছে একটা তৈরি হলো।🤩
যাক ইচ্ছে তে দোষ নেই, অনেকেরই তো অনেক কিছু ইচ্ছে হয়, তাহলে আর আমার ছাতুর সরবৎ হতে দোষ কোথায়! আপনারা কি বলেন?
বয়স আমার বেড়েছে এবং সেটা শারীরিক পরিবর্তন এনেছে খানিকটা; কিন্তু মনের দিক দিয়ে
অভি তো ম্যায়, জওয়ান হুঁ!
নমস্কার, চলি দেখি পাকতে পাকতে শেষ অব্দি কোথায় গিয়ে দাঁড়াই।
ভালো থাকবেন, আর ছাতুর সরবৎ খেতে ভুলবেন না।