প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? আজ আমার মন ভালো নেই!
তাই ভাবলাম নিজের জীবন থেকে সংগ্রহ কিছু শিক্ষা ভাগ কর নি।
আমি কিছুদিন জাবদ বাংলাতেই লিখছি কারণ একজন বাঙালি হিসেবে বাংলা ভাষার থেকে অন্য কোনো ভাষাতে নিজের মনের ভাব বোধ হয় ব্যক্ত করতে পারবো না।
আজ আমার খুব কাছের একটি সম্পর্ক থেকে জানতে পারলাম যে শারীরিক ভাবে সে খুব ই অসুস্থ।
মনটা খারাপ হয়ে গেলো। আমরা কি সবসময নিজের কথা ভেবে বেচে থাকি? বধ হয় না।
কিছু সম্পর্কের হাত ধরে আমরা বেচে থাকি।
সম্পর্কের কদর সত্যি হয়তো তাদের থাকাকালীন আমরা করি না!
কিন্তু সেই সম্পর্কগুলো হারিয়ে গেলে বোঝা যায় সত্যি আমরা কত মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি।
কেনো এমন হয় জানিনা, যার ভাগ্য ছোট থেকে খারাপ, তার খারাপ ই থেকে যায়।
জীবনে খারাপ টা বেশি আর ভালো টা কম।
তাই যেদিন আপনার ভালো যাচ্ছে বলে মনে করছেন প্রাণ খুলে আনন্দ করে নিন।
কাল বলে কিছু হয় না, তাই কালের আশায় কিছু ফেলে রাখবেন না।
আজ আর বেশি কথা লেখার মানুষিক অবস্থাতে আমি নেই।
ভালো থাকবেন সবাই।