![]() |
---|
প্রিয়,
পাঠকগণ,
এই বছর বৈশাখ মাসের শুরু থেকেই বৃষ্টির দেখা মিললো। পরপর বেশ কয়েক দিন ভালোই বৃষ্টি হচ্ছে, যার জন্য আবহাওয়াও খুব সুন্দর হয়ে আছে। মুহূর্তের মধ্যে ঝলমলে রোদ্দুর হারিয়ে যায় মেঘলা আকাশের অন্ধকারে। যে পরিবর্তনটা দেখতে ভালোই লাগে।
![]() |
---|
কিছুক্ষণের মধ্যে ঝুম ঝুম বৃষ্টির আওয়াজে দৌড়ে ছাদে এসে জামাকাপড় তুলতে গিয়ে যখন চোখ পড়ে ছাদের গাছগুলোতে, মনে হয় যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে গাছগুলো। যদিও প্রতিদিন নিয়ম করে গাছে জল দেন আমার শাশুড়ি মা। তবে তাতে কিন্তু গাছগুলো এতো সতেজ থাকে না। তবে বৃষ্টি হলে এরা প্রাণ ফিরে পায়। কি অদ্ভুত প্রকৃতির নিয়ম তাই না?
![]() |
---|
আজ বৃষ্টি ভেজা দিনের কিছু ফুল গাছের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। ছবিগুলো কেমন লাগলো মন্তব্যের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন।